Mohammad Shami: নৈনিতালে চোখের সামনে গাড়ি দুর্ঘটনা, যুবককে উদ্ধার শামির

Published : Nov 26, 2023, 02:00 AM ISTUpdated : Nov 26, 2023, 02:11 AM IST
Mohammad Shami

সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর আপাতত কিছুদিন বিশ্রাম। উত্তরাখণ্ডের নৈনিতালে ছুটি কাটাতে গিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। সেখানেই তাঁর অন্যরকম অভিজ্ঞতা হল।

ভারতীয় দলের হয়ে সদ্যসমাপ্ত ওডিআই বিশ্বকাপে বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন। কিন্তু সেই মহম্মদ শামিকেই এবার এক যুবকের উদ্ধারকর্তা হিসেবে দেখা গেল। তৎপরতার সঙ্গে প্রাণ বাঁচিয়ে দিলেন এই ক্রিকেটার। উত্তরাখণ্ডের নৈনিতালে শামির গাড়ির সামনেই দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। পাহাড়ি রাস্তায় গড়িয়ে যায় গাড়িটি। তবে সেটি খাদে পড়ে যায়নি। একটি গাছে ধাক্কা মেরে আটকে যায় গাড়িটি। ওই গাড়িতে থাকা এক যুবক সামান্য আহত হন। তাঁকে গাড়ি থেকে বের করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন শামি। তিনি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন। এরই সঙ্গে শামি লিখেছেন, ‘উনি অত্যন্ত ভাগ্যবান। ঈশ্বর তাঁকে দ্বিতীয় জীবন দিলেন। ওঁর গাড়ি নৈনিতালের কাছে পাহাড়ি রাস্তায় পড়ে যায়। আমার গাড়ির সামনেই এই দুর্ঘটনা ঘটে। আমরা ওঁকে নিরাপদে গাড়ি থেকে বের করে আনি।’

ছুটি কাটাচ্ছেন শামি

ওডিআই বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের বেশিরভাগ প্রথমসারির ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। সেই সফরের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। তবে শামি সম্প্রতি যে ফর্মে, তাতে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে তাঁর থাকা নিশ্চিত। এই সফরেও ভালো পারফরম্যান্স দেখানোই শামির লক্ষ্য।

 

 

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা

উত্তরাখণ্ডে ছুটি কাটাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয়েছে শামির। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন এই পেসার। ওডিআই বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব, শামিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি ক্রিকেটারদের উজ্জীবিত করেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্যের জন্য তাঁকে ধন্যবাদ জানান শামি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rinku Singh: টি-২০ বিশ্বকাপে খেলাই লক্ষ্য, জাতীয় দলে জায়গা পাকা করতে চান রিঙ্কু সিং

Narendra Modi: 'প্রধানমন্ত্রীর ড্রেসিংরুমে আসা বড় ব্যাপার ছিল,' ধন্যবাদ জ্ঞাপন সূর্যকুমারের

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?