ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে ভালো খেলতে চায় পাকিস্তান, জানালেন বাবর আজম

Published : Mar 03, 2023, 10:05 AM ISTUpdated : Mar 03, 2023, 10:27 AM IST
babar azam

সংক্ষিপ্ত

এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। বাকি দলগুলির মতো পাকিস্তানও বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা আগেই হুমকি দিয়েছিলেন, ভারতীয় দল যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যায়, তাহলে তাঁরাও ভারতে ওডিআই বিশ্বকাপে দল পাঠাবেন না। বর্তমান পিসিবি চেয়ারম্যান নজম শেঠিও একই হুমকি দিয়েছেন। তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম শুধু খেলা নিয়েই ভাবছেন। মাঠের বাইরের ঘটনা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। বাবর জানিয়েছেন, তাঁরা ভারতে ওডিআই বিশ্বকাপে ভালো খেলার জন্য তৈরি হচ্ছেন। এই প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক। এ প্রসঙ্গে বাবর বলেছেন, 'আমরা ভারতে হতে চলা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমরা বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। আমরা এই টুর্নামেন্টে ভালো খেলার চেষ্টাই করব।' পিসিবি কর্তারা অবশ্য আর নতুন করে বিশ্বকাপ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে ভারতীয় দল যেহেতু এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না, সেই কারণে ফের জলঘোলা করতে পারে পিসিবি। বিসিসিআই কর্তারা অবশ্য পিসিবি-র হুমকিতে কোনওরকম গুরুত্ব দিচ্ছেন না। তাঁরা নিজেদের অবস্থানে অনড়।

এই পরিস্থিতিতে বাবর বুঝিয়ে দিয়েছেন, তিনি শুধু দলের খেলা নিয়েই ভাবছেন। বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে পাক অধিনায়ক বলেছেন, 'টপ অর্ডারে মহম্মদ রিজওয়ানের সঙ্গে আমার ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। ওর সঙ্গে আমিও রান করার চেষ্টা করব। তবে প্রতিটি ইনিংসেই রান করা সম্ভব নয়। সেই কারণে দলের দুই ক্রিকেটারের উপর ভরসা করে থাকা ঠিক নয়। আমাদের দলে আরও কয়েকজন ভালো ক্রিকেটার আছে। ওরাও দলকে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চায়। সমালোচনা নিয়ে আমরা ভাবছি না। সমালোচনা চলতেই থাকবে। কারণ, এটা সম্ভব নয় যে সবাই আমাদের পক্ষে কথা বলবে। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। কারণ, সেক্ষেত্রে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।'

এখনও পর্যন্ত একবারই ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ইমরান খান, ওয়াসিম আক্রমরা। তারপর থেকে ট্রফি অধরাই থেকে গিয়েছে। ২০১১ সালের বিশ্বকাপ সেমি ফাইনালে মোহালিতে ভারতের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। ১২ বছর পর ফের ভারতের মাটিতে হচ্ছে ওডিআই বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সই লক্ষ্য বলে জানিয়েছেন বাবর। যদিও পাকিস্তানের কাজটা মোটেই সহজ হবে না। ভারত-সহ বাকি দলগুলিও বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।

আরও পড়ুন-

শনিবার শুরু উইমেনস প্রিমিয়ার লিগ, জার্সি প্রকাশ্যে আনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

চোট সারাতে অস্ত্রোপচার প্রয়োজন, নিউজিল্যান্ডে যেতে পারেন জসপ্রীত বুমরা

অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?