2023 Cricket World Cup: কলকাতা বা চেন্নাইয়ে ভারত-পাক ম্যাচ দেওয়া হোক, দাবি পিসিবি-র

Published : May 12, 2023, 09:14 PM ISTUpdated : May 12, 2023, 09:53 PM IST
T20 World Cup 2022: India vs Pakistan

সংক্ষিপ্ত

এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ নিয়ে সুর নরম করেও ফের জটিলতা তৈরির চেষ্টায় পিসিবি। বিসিসিআই-এর উপর চাপ সৃষ্টি করার চেষ্টায় পিসিবি চেয়ারম্যান নজম শেঠি।

এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ নিয়ে বিসিসিআই-এর সঙ্গে পিসিবি-র দ্বন্দ্ব অব্যাহত। বিসিসিআই-কে চাপে ফেলতে ফের হুমকির কৌশল নিলেন পিসিবি চেয়ারম্যান নজম শেঠি। তাঁর দাবি, ওডিআই বিশ্বকাপে যদি আমেদবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেওয়া হয়, তাহলে খেলবে না পাকিস্তান। ম্যাচ দিতে হবে কলকাতা বা চেন্নাইয়ে। পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘আমি যখন শুনি যে ভারত-পাকিস্তান ম্যাচ দেওয়া হচ্ছে আমেদাবাদে, তখন আমি হেসে নিজের মনেই বলি, আমরা যাতে ভারতে দল না পাঠাই, সেই ব্যবস্থাই করা হচ্ছে।  যদি বলা হত কলকাতা বা চেন্নাইয়ে ম্যাচ দেওয়া হবে, তাহলে একটা মানে থাকত। আমেদাবাদে ম্যাচ দেওয়া হলে খেলবে না পাকিস্তান।’

পিসিবি চেয়ারম্যান আরও বলেছেন, 'ভারত যদি এখন এশিয়া কাপে হাইব্রিড মডেল মেনে নিয়ে নিরপেক্ষ কেন্দ্রে ম্যাচ খেলতে সম্মত হয়, তাহলে আমরা বিশ্বকাপে একই হাইব্রিড মডেলে খেলব। ভারত যদি সম্মত হয়, তাহলে পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে ঢাকা বা অন্য কোনও কেন্দ্রে। একইভাবে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও হবে হাইব্রিড মডেলে।'

এশিয়া কাপ পাকিস্তানে হবে না অন্য কোনও দেশে সরে যাবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। শোনা যাচ্ছে দুবাইয়ে হতে পারে এশিয়া কাপ। কিন্তু পিসিবি ছাড়াও একাধিক দেশের বোর্ড দুবাইয়ে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে। ফলে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানে দল পাঠাবে না। পাল্টা আমেদাবাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে পিসিবি। যদিও আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপের কেন্দ্র ঠিক করার ব্যাপারে শেষ কথা বলবে বিসিসিআই। বিশ্বকাপের সূচি এখনও প্রকাশ করেনি আইসিসি। আইপিএল শেষ হলে হয়তো বিশ্বকাপের সূচি প্রকাশিত হবে। বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে, পিসিবি যতই হুমকি দিক না কেন, তাদের কথায় গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিসিসিআই যখন আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন এই সিদ্ধান্ত বদল করা হবে না। ফলে পিসিবি-কে মাথা নোয়াতেই হবে।

পিসিবি সূত্রে খবর, বিসিসিআই-কে কোনওভাবেই এশিয়া কাপে পাকিস্তানে দল পাঠাতে রাজি করাতে না পেরে বিশ্বকাপ নিয়ে পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করছে পিসিবি। আমেদাবাদ থেকে ম্যাচ সরাতে পারলে পিসিবি-র কিছুটা মুখরক্ষা হবে। এখন সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন নজম শেঠিরা।

আরও পড়ুন-

IPL 2023: আইপিএল আচরণবিধি লঙ্ঘন, জস বাটলারের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা

IPL 2023: ১৩ বলে অর্ধশতরান, আইপিএল-এ নতুন রেকর্ড যশস্বী জয়সোয়ালের

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?
IPL Brand Value: সানরাইজার্স এবং আরসিবির ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে বড় পরিবর্তন, কোথায় দাঁড়িয়ে দুই দল?