IPL 2023: ১৩ বলে অর্ধশতরান, আইপিএল-এ নতুন রেকর্ড যশস্বী জয়সোয়ালের

Published : May 11, 2023, 11:40 PM ISTUpdated : May 11, 2023, 11:47 PM IST
Yashasvi Jaiswal

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল রাজস্থান রয়্যালস। প্লে-অফের দিকে অনেকটা এগিয়ে গেল রাজস্থান রয়্যালস।

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সোয়াল। এদিন ১৩ বলে অর্ধশতরান করেন যশস্বী। এটাই আইপিএল-এর ইতিহাসে দ্রুততম অর্ধশতরান। এর আগে আইপিএল-এ দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল কে এল রাহুলের। ২০১৮ সালের আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে খেলার সময় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান করেন রাহুল। ২০২২-এর আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান করেন প্যাট কামিন্স। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। এদিন ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন এই তরুণ ওপেনার। প্রথম ওভারেই নীতীশ রানার বলে ২৬ রান করেন যশস্বী। প্রথম ২ বলে ওভার-বাউন্ডারি, পরের ২ বলে বাউন্ডারি মারেন রাজস্থানের ওপেনার। পঞ্চম বলে ২ রান নেওয়ার পর শেষ বলে ফের বাউন্ডারি মারেন যশস্বী। দ্বিতীয় ওভারে ফের বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন তিনি। তৃতীয় ওভারে পরপর ৩টি বাউন্ডারি মেরে অর্ধশতরান পূর্ণ করেন যশস্বী। তিনি শেষপর্যন্ত ৪৭ বলে ৯৮ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এই ইনিংসের পর যশস্বী বলেছেন, ‘২২ গজে গিয়ে ভালো খেলাই আমার লক্ষ্য ছিল। আমি ভালোভাবে প্রস্তুতি নিই। নিজের উপর বিশ্বাসও আছে। আমি জানতাম ফল পাব। উইনিং শট নিতে পেরে দারুণ লাগছিল। আমি ম্যাচ শেষ করে দিতে চেয়েছিলাম। দলকে জেতানোই আমার লক্ষ্য ছিল। আমি রান রেট নিয়েই ভাবছিলাম। আমি আর সঞ্জু ভাই (স্যামসন) আলোচনা করছিলাম, দ্রুত ম্যাচ শেষ করে দিতে হবে। আইপিএল আমার মতো তরুণদের ভালো পারফরম্যান্স দেখানোর সুযোগ দিচ্ছে। আমার মতো খেলোয়াড়দের স্বপ্নপূরণ করার সুযোগ দিচ্ছে আইপিএল।’

রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু বলেছেন, ‘আমাকে আজ বিশেষ কিছু করতে হয়নি। শুধু বলে ব্যাট ঠেকিয়েছি আর যশস্বীর খেলা দেখে গিয়েছি। আমরা তো বটেই, বোলাররাও জেনে গিয়েছে ও পাওয়া প্লে-তে কীভাবে খেলে। ও পাওয়ার প্লে-তে ব্যাটিং উপভোগ করে। এবার যুজবেন্দ্র চাহালকে কিংবদন্তি তকমা দেওয়ার সময় এসে গিয়েছে। আমরা ওকে এই দলে পেয়ে কৃতজ্ঞ। ওর সঙ্গে কখনও কথা বলতে হয় না। শুধু ওর হাতে বল তুলে দিতে হয়। ও জানে কী করতে হবে। ও ডেথ ওভারেও বোলিং করে। ওকে পেয়ে অধিনায়ক হিসেবে আমি খুশি।’

আরও পড়ুন-

IPL 2023: চাহালের রেকর্ড গড়ার দিনে উজ্জ্বল যশস্বী, সহজ জয় রাজস্থান রয়্যালসের

IPL 2023: ইডেনে ইতিহাস, আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক উইকেট যুজবেন্দ্র চাহালের

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?