Uganda Cricket Team: ছিটকে গেল জিম্বাবোয়ে, প্রথমবার টি-২০ বিশ্বকাপে উগান্ডা

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলতে চলেছে ২০টি দল। এর মধ্যে কয়েকটি দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে এবং কয়েকটি দল যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে এই টুর্নামেন্টে খেলতে চলেছে।

Soumya Gangully | Published : Nov 30, 2023 1:28 PM IST / Updated: Nov 30 2023, 09:27 PM IST

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল উগান্ডা। প্রথমবার এই টুর্নামেন্টে খেলতে চলেছে উগান্ডা। বৃহস্পতিবার রোয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল উগান্ডা। ছিটকে গেল জিম্বাবোয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন চমক হতে পারে উগান্ডা। আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ২০টি দল খেলবে। এই টুর্নামেন্টের ফর্ম্যটেও বদল আসতে চলেছে। ফলে আইসিসি-র পূর্ণ সদস্য কোনও দেশকে হারিয়ে চমক দিতেই পারে উগান্ডা। আফ্রিকার এই দলটিকে হাল্কাভাবে নেওয়া যাবে না। আফ্রিকা থেকে টি-২০ বিশ্বকাপ খেলতে চলেছে ৩টি দল। এর মধ্যে সরাসরি যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে এসেছে নামিবিয়া ও উগান্ডা। ফলে টি-২০ বিশ্বকাপে জমজমাট লড়াই হতে চলেছে।

টি-২০ র‍্যাঙ্কিংয়ে উন্নতি করছে উগান্ডা

টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জিম্বাবোয়েকে ৫ উইকেটে হারিয়ে দেয় উগান্ডা। এই প্রথম আইসিসি-র পূর্ণ সদস্য কোনও দেশের বিরুদ্ধে জয় পেল উগান্ডা। নামিবিয়ার উইন্ডহোকে হয় টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। নামিবিয়া, উগান্ডা, জিম্বাবোয়ে ছাড়াও লড়াইয়ে ছিল কেনিয়া, নাইজেরিয়া, তানজানিয়া ও রোয়ান্ডা। ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেলেও, রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে উগান্ডা। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জিম্বাবোয়ে। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কেনিয়া। আফ্রিকার দলগুলির মধ্যে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পরেই সবচেয়ে ভালো পারফরম্যান্স জিম্বাবোয়ে ও কেনিয়ার। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছিল কেনিয়া। কিন্তু গত ২ দশকে কেনিয়া ও জিম্বাবোয়ের ক্রিকেটের অবনতি হয়েছে। সেই জায়গায় এবার উঠে এলে উগান্ডা।

টি-২০ বিশ্বকাপের ২০টি দল চূড়ান্ত

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ (আয়োজক দেশ), মার্কিন যুক্তরাষ্ট্র (আয়োজক দেশ), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি, কানাডা, ওমান, নেপাল, নামিবিয়া ও উগান্ডা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs South Africa: দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের দলে নেই রোহিত, বিরাট

Glenn Maxwell: ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস, রোহিত শর্মার রেকর্ড স্পর্শ গ্লেন ম্যাক্সওয়েলের

Read more Articles on
Share this article
click me!