অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫: পাকিস্তানকে ৯০ রানে উড়িয়ে দ্বিতীয় জয় ভারতের

Published : Dec 14, 2025, 08:02 PM ISTUpdated : Dec 14, 2025, 08:22 PM IST
India U19

সংক্ষিপ্ত

2025 ACC Under-19 Asia Cup: কয়েকমাস আগেই সিনিয়র পর্যায়ে পুরুষদের এশিয়া কাপ (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।

DID YOU KNOW ?
এশিয়া কাপে সফলতম ভারত
পুরুষদের সিনিয়র পর্যায়ের এশিয়া কাপের ইতিহাসে সফলতম দল ভারত এবারও চ্যাম্পিয়ন হয়েছে। এবার অনূর্ধ্ব-১৯ দলও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।

India U19 vs Pakistan U19: পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (2025 ACC Under-19 Asia Cup) রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারতীয় দল। দুবাইয়ের (Dubai) আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে (ICC Academy Ground) এই ম্যাচে ৯০ রানে জয় পেল ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪১.২ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ভারতের বোলারদের দাপটে ইনিংসের শুরুতেই ৩০ রানের মধ্যে চার উইকেট খুইয়ে বসে পাকিস্তান। ফলে তখনই ভারতীয় দলের জয় নিশ্চিত হয়ে যায়। এরপর পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসাফ (Farhan Yousaf) ও হুজাইফা আহসান (Huzaifa Ahsan) লড়াই করলেও, তাতে কোনও লাভ হয়নি। ফারহান ২৩ রান করেন। আহসান ৭০ রান করেন। পাকিস্তানের ওপেনার উসমান খান (Usman Khan) ১৬ রান করেন। এছাড়া পাকিস্তানের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি।

দীপেশ-কনিষ্কর অসাধারণ বোলিং

ভারতীয় দলের হয়ে সাত ওভার বোলিং করে ১৬ রান দিয়ে তিন উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন (Deepesh Devendran)। ১০ ওভার বোলিং করে এক মেডেন-সহ ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন কনিষ্ক চৌহান (Kanishk Chouhan)। ৭.২ ওভার বোলিং করে এক মেডেন-সহ ৩৩ রান দিয়ে জোড়া উইকেট নেন কিষান কুমার সিং (Kishan Kumar Singh)। আট ওভার বোলিং করে এক মেডেন-সহ ৩৩ রান দিয়ে এক উইকেট নেন খিলান প্যাটেল (Khilan Patel)। ব্যাটিংয়ে সাফল্য না পেলেও বোলিংয়ে সাফল্য পান বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই কিশোর এক ওভার বোলিং করে ছয় রান দিয়ে এক উইকেট নেন।

অ্যারন জর্জের অসাধারণ ব্যাটিং

ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৮৫ রান করেন অ্যারন জর্জ (Aaron George)। অধিনায়ক আয়ূষ মাত্রে (Ayush Mhatre) ওপেন করতে নেমে ৩৮ রান করেন। কনিষ্ক ৪৬ রান করেন। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ এ-র শীর্ষে ভারতীয় দল।
২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ এ-র শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন রেকর্ডের হাতছানি পান্ডিয়ার সামনে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দলে নেই বুমরা-অক্ষর, তৃতীয় টি-২০ ম্যাচে প্রথমে ফিল্ডিং ভারতের