ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দলে নেই বুমরা-অক্ষর, তৃতীয় টি-২০ ম্যাচে প্রথমে ফিল্ডিং ভারতের

Published : Dec 14, 2025, 06:50 PM ISTUpdated : Dec 14, 2025, 07:01 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে যাওয়ার পর ওডিআই সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। এখন চলছে টি-২০ সিরিজ। টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

DID YOU KNOW ?
জসপ্রীত বুমরার সমস্যা
ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরার পরিবারে সমস্যা তৈরি হয়েছে। এই কারণেই তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে খেলছেন না।

India vs South Africa Third T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলের বোলিং বিভাগে জোড়া পরিবর্তন করা হল। এই ম্যাচে খেলছেন না দলের সেরা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেলও (Axar Patel) এই ম্যাচে খেলছেন না। টসের পর ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়েছেন, অক্ষর অসুস্থ বলে এই ম্যাচে খেলছেন না। বুমরা ব্যক্তিগত সমস্যার জন্য বাড়ি ফিরে গিয়েছেন। এই কারণে তিনি এই ম্যাচে খেলছেন না। বুমরার পরিবর্তে দলে এসেছেন হর্ষিত রানা (Harshit Rana)। অক্ষরের পরিবর্তে খেলার সুযোগ পেলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ভারতীয় দল টসে জিতে এই ম্যাচে প্রথমে ফিল্ডিং করছে। এই সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। সেই ম্যাচে বোলাররা খুব খারাপ পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে রবিবারের এই ম্যাচে বোলারদের পারফরম্যান্সের দিকে আলাদা নজর থাকছে।

ব্যর্থতা সত্ত্বেও ফের দলে শুবমান গিল

টি-২০ ফর্ম্যাটে ক্রমাগত ব্যর্থ হয়ে চলেছেন শুবমান গিল (Shubman Gill)। কিন্তু তিনি টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক এবং টি-২০ ফর্ম্যাটে সহ-অধিনায়ক। এই কারণে ব্যর্থতা সত্ত্বেও বারবার তাঁকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- অভিষেক শর্মা (Abhishek Sharma), শুবমান, সূর্যকুমার, তিলক ভার্মা (Tilak Varma), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube), জিতেশ শর্মা (Jitesh Sharma) (উইকেটকিপার), হর্ষিত, আর্শদীপ সিং (Arshdeep Singh), কুলদীপ ও বরুণ চক্রবর্তী। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন- রিজা হেনড্রিকস (Reeza Hendricks), কুইন্টন ডি কক (Quinton de Kock) (উইকেটকিপার), এইডেন মার্করাম (Aiden Markram), ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis), ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs), ডনোভান ফেরেইরা (Donovan Ferreira), মার্কো জ্যানসেন (Marco Jansen), করবিন বশ (Corbin Bosch), অ্যানরিক নর্খিয়ে (Anrich Nortje), লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) ও ওটনিল বার্টম্যান (Ottneil Baartman)।

ধর্মশালায় জয়ের লক্ষ্যে ভারত

ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচ চলছে ধর্মশালায় (Dharamsala)। এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ খেলছে ভারত।
ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে জোড়া পরিবর্তন হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন রেকর্ডের হাতছানি পান্ডিয়ার সামনে?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: আইপিএল নিলামের ঠিক আগে ঝোড়ো ব্যাটিং সরফরাজের