2025 ACC Under-19 Asia Cup: এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরুটা ভালোভাবে করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির অনূর্ধ্ব-১৯ দলের (United Arab Emirates U19) বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর এবার ধারাবাহিকতার লক্ষ্যে ভারতীয় দল।

DID YOU
KNOW
?
ফের করমর্দন এড়াল ভারত
রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টসের সময় করমর্দন এড়িয়ে গেলেন ভারতের অধিনায়ক আয়ূষ মাত্রে।

India U19 vs Pakistan U19: পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন নয়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (2025 Pahalgam attack) পর থেকে এই নীতি নিয়ে চলছে ভারতীয় ক্রিকেট দল। পুরুষদের সিনিয়র পর্যায়ের এশিয়া কাপে (Asia Cup 2025) তিনবার পাকিস্তানের মুখোমুখি হয়েও করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। মহিলাদের ওডিআই বিশ্বকাপেও (2025 ICC Women's Cricket World Cup) পাকিস্তানের বিরুদ্ধে করমর্দন করেনি ভারতীয় দল। এরপর রবিবার পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (2025 ACC Under-19 Asia Cup) পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে টসের সময় বিপক্ষের অধিনায়ক ফারহান ইউসাফের (Farhan Yousaf) সঙ্গে করমর্দন করলেন না ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দল করমর্দন না করায়. তীব্র বিতর্ক তৈরি হয়। তবে বিসিসিআই-এর (BCCI) অবস্থান বদলায়নি। রবিবার ফের সেটা দেখা গেল।

আইসিসি-র নির্দেশ মানতে নারাজ বিসিসিআই

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের আগে আইসিসি-র (ICC) পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, নির্দিষ্ট নিয়ম মেনে ম্যাচ শুরু হওয়ার আগে করমর্দন করতে হবে। ভারতীয় দল যাতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করে, তা নিশ্চিত করতে চাইছিল আইসিসি। কিন্তু সেটা হল না। ভারতের অধিনায়ক রবিবার পাকিস্তানের অধিনায়কের সঙ্গে করমর্দন করলেন না।

করমর্দনের সিদ্ধান্ত ক্রিকেটারদের উপরেই ছেড়ে দিচ্ছে বিসিসিআই

সংবাদসংস্থা পিটিআই-কে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ক্রিকেটারদের নির্দিষ্ট কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার আনন্দ দাতারকে (Anand Datar) বোর্ডের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটাররা যদি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে না চান, তাহলে ম্যাচের আগেই ম্যাচ রেফারিকে জানিয়ে দিতে হবে। ফলে বিসিসিআই-এর অবস্থান স্পষ্ট। ভারতীয় ক্রিকেটাররা যদি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে না চান, তাহলে তাঁদের উপর জোর দেওয়া হবে না। দলের উপরেই এই সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছেন বিসিসিআই কর্তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।