টিকিটের দাম সবার সাধ্যের মধ্যেই, মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া ঘোষাল

Published : Sep 05, 2025, 12:01 AM IST
Shreya Ghoshal

সংক্ষিপ্ত

2025 Women's Cricket World Cup: ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। দেশের মাটিতে এই টুর্নামেন্ট সফল করে তোলার জন্য নানা উদ্যোগ নিচ্ছে বিসিসিআই (BCCI)। আইসিসি-ও (ICC) উপযুক্ত ব্যবস্থা করছে।

DID YOU KNOW ?
বিশ্বকাপ অধরা ভারতের
ভারতের মহিলা ক্রিকেট দল এখনও পর্যন্ত সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ জিততে পারেনি।

Singer Shreya Ghoshal: ৩০ সেপ্টেম্বর মহিলাদের ওডিআই বিশ্বকাপের (2025 Women's Cricket World Cup) উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন বিখ্যাত সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। এই টুর্নামেন্টের থিম সং ‘ব্রিং ইট হোম’ (Bring It Home) গেয়েছেন শ্রেয়া। এবার তাঁকেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে রাখা হচ্ছে। এবার মহিলাদের ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ ভারত (India)। তবে ভারতে দল পাঠাচ্ছে না পাকিস্তান (Pakistan)। এই কারণে পাকিস্তানের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায় (Sri Lanka)। ১২ বছর পর ফের ভারতের মাটিতে হতে চলেছে মহিলাদের বিশ্বকাপ। গত কয়েক বছরে ভারতে মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। মহিলাদের ক্রিকেট ম্যাচে গ্যালারিতে দর্শক সংখ্যা ভালোই হয়। আইসিসি (ICC) ও বিসিসিআই (BCCI) আশা করছে, মহিলাদের ওডিআই বিশ্বকাপে সব ম্যাচেই গ্যালারিতে থাকবেন দর্শকরা।

টিকিটের দাম সবার সাধ্যের মধ্যেই

আইসিসি জানিয়েছে, ভারতের মাটিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচগুলিতে টিকিটের সর্বনিম্ন দাম মাত্র ১০০ টাকা। গুয়াহাটি (Guwahati), ইন্দোর (Indore), বিশাখাপত্তনম (Visakhapatnam) ও নভি মুম্বইয়ে (Navi Mumbai) হতে চলেছে বিশ্বকাপের ম্যাচ। উদ্বোধনী ম্যাচ হতে চলেছে গুয়াহাটিতে। প্রথমে ঠিক হয়েছিল, মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে (Bengaluru)। কিন্তু পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনার জেরে এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M. Chinnaswamy Stadium) থেকে সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, প্রথম পর্যায়ে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত অনলাইনে টিকিট বিক্রি করা হবে। এরপর মঙ্গলবার থেকে দ্বিতীয় পর্যায়ের টিকিট বিক্রি শুরু হবে।

প্রথমবার বিশ্বকাপ জিততে পারবে ভারতীয় দল?

ভারতের মহিলা ক্রিকেট দল এখনও পর্যন্ত সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ জিততে পারেনি। এবার দেশের মাটিতে হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur), স্মৃতি মন্ধনাদের (Smriti Mandhana) সামনে চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ রয়েছে। ক্রিকেটপ্রেমীদের আশা, দেশের মাটিতে চেনা পরিবেশ-পরিস্থিতি ও দর্শকদের সমর্থনকে কাজে লাগিয়ে প্রথমবার বিশ্বকাপ জিততে পারবে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভারতের মাটিতে ৪টি স্টেডিয়ামে হচ্ছে মহিলাদের বিশ্বকাপ ম্যাচ
৩০ সেপ্টেম্বের শুরু হচ্ছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। এই টুর্নামেন্ট ঘিরে আগ্রহ তৈরি হচ্ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা