
Bangladesh Cricket Board: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) বাংলাদেশের না খেলা নিশ্চিত হওয়ার পরেই পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইশতিয়াক সাদেক (Ishtiaque Sadeque)। তিনি বিসিবি-র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। শনিবার বিসিবি গভর্নিং বডির বৈঠকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘এ কথা সত্যি যে আমি পদত্যাগ করেছি। আমার মনে হচ্ছে যে গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো এত বড় দায়িত্বে থেকেও ঠিকমতো সময় দিতে পারছি না। এর জন্য আমার খুব খারাপ লাগছে আমার বিশ্বাস, আমার পরিবর্তে যিনি আসবেন, তিনি যথেষ্ট সময় দিয়ে এই বিভাগকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।’ শুধু ইশতিয়াকই নন, বিসিবি-র আরও কয়েকজন ডিরেক্টর পদত্যাগ করতে পারেন বলে জানা গিয়েছে।
বিসিবি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চাপ ও হস্তক্ষেপে যেভাবে ক্রিকেটারদের টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ হারাতে হল, তাতে অনেকেই ক্ষুব্ধ। এই কারণেই অনেকে বিসিবি-র পদ থেকে সরে যেতে পারেন। ইশতিয়াক অবশ্য দাবি করেছেন, 'বোর্ডের কারও সঙ্গে কোনও সমস্যা নেই। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। আমি নিজের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।' কিন্তু বিসিবি-র পদত্যাগী ডিরেক্টর এই দাবি করলেও, অনেকেই বলছেন, বাংলাদেশের ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। আগামী দিনে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসতে পারে।
বিসিবি সভাপতি মহম্মদ আমিনুল ইসলাম বুলবুলের (Mohammad Aminul Islam Bulbul) অত্যন্ত ঘনিষ্ঠ ইশতিয়াক। তিনি বিসিবি-র গত নির্বাচনের পর ডিরেক্টর হন। কিন্তু তাঁর হঠাৎ পদত্যাগ বুঝিয়ে দিচ্ছে, বিসিবি-তে সবকিছু মসৃণভাবে চলছে না। সরকার ও রাজনীতিবিদদের হস্তক্ষেপের ফলে সমস্যায় পড়তে হচ্ছে ক্রিকেটারদের। তাঁরা জানিয়ে দিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপে খেলতে চান। কিন্তু বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে দল পাঠানোর বিরোধিতা করেন। ফলে ক্রিকেট বোর্ডের পক্ষেও কিছু করা সম্ভব হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।