আইপিএল ২০২৬: ভাইরাল নেটে অনুশীলনের ছবি, প্রস্তুতি শুরু মহেন্দ্র সিং ধোনির

Published : Jan 24, 2026, 07:09 PM IST
MS Dhoni padal Sports

সংক্ষিপ্ত

IPL 2026: দু'মাস পর শুরু হচ্ছে আইপিএল ২০২৬। এবারও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সবচেয়ে বড় ভরসা মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই কিংবদন্তি।

DID YOU KNOW ?
আইপিএল-এর লক্ষ্যে ধোনি
এবারের আইপিএল-এও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মহেন্দ্র সিং ধোনি। তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

MS Dhoni: ফের প্যাড পরে হাতে ব্যাট তুলে নিলেন। একজোড়া ব্যাট হাতে নিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নিলেন। স্বল্প সময়ের এই ভিডিও নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় জোরদার আলোচনা চলছে। কারণ, এই ভিডিওতে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাচ্ছে। আসন্ন আইপিএল-এ (Indian Premier League 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলার জন্য তৈরি হচ্ছেন ধোনি। এই কিংবদন্তি এখন সারা বছর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না। তিনি শুধু আইপিএল-এই খেলেন। এই কারণে, এবারের আইপিএল শুরু হওয়ার দু'মাস আগে অনুশীলন শুরু করে দিয়েছেন। ফিটনেস নিয়ে এখন কোনও সমস্যা নেই। শুধু নিজেকে ঘষে-মেজে নেওয়ার জন্যই অনুশীলন সেরে নিচ্ছেন ধোনি। তিনি এবারও দলের প্রধান ভরসা। সাফল্য পাওয়ার জন্য তাঁর উপর নির্ভর করছে সিএসকে। এই কিংবদন্তিকে হলুদ রঙের প্যাড পরে নেটে দেখা যায়। এই দৃশ্য দেখে সিএসকে সমর্থকরা উচ্ছ্বসিত।

প্রাক্তন সতীর্থর সঙ্গে অনুশীলনে ধোনি

ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার (Jharkhand State Cricket Association) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ধোনির অনুশীলনের ভিডিও শেয়ার করা হয়েছে। এই কিংবদন্তিকে ঝাড়খণ্ডের এক মাঠে অনুশীলন করতে দেখা যাচ্ছে। ধোনির অনুশীলনে হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সৌরভ তিওয়ারি (Saurabh Tiwary)। তাঁকেও প্যাড পরে দেখা যায়। এই প্রাক্তন ক্রিকেটারের হাতে বলও দেখা যায়। তিনি ধোনিকে অনুশীলনে সাহায্য করছেন বলে অনুমান করা সহজ। এই প্রাক্তন ক্রিকেটারের অবশ্য ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার মতো জায়গায় নেই। তবে অনুশীলন করতে কোনও সমস্যা নেই।

 

 

ফের আইপিএল জয়ের লক্ষ্যে ধোনি

ধোনির নেতৃত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। তবে গত কয়েক মরসুমে সাফল্য আসেনি। আইপিএল থেকে অবসর নেওয়ার আগে দলকে ষষ্ঠ খেতাব জেতাতে চান ধোনি। এই কারণেই তিনি এবারের আইপিএল-এর আগে অনুশীলন শুরু করে দিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস।
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup: টি-২০ বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, গ্রুপ সি-তে খেলবে স্কটল্যান্ড
IND vs NZ 2nd T20: হ্যান্ডশেক করেই মেজাজ হারালেন হার্দিক! কার্তিকের দিকে কেন আঙুল তুললেন তিনি?