টি-২০ বিশ্বকাপ ২০২৬: বয়কট করার সাহস নেই পাকিস্তানের, ব্যঙ্গ অজিঙ্কা রাহানের

Published : Jan 29, 2026, 08:37 PM IST
Ajinkya Rahane

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: আগামী সপ্তাহে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) এই টুর্নামেন্ট বয়কট করার হুমকি দিলেও, সুড়সুড় করে শ্রীলঙ্কায় (Sri Lanka) দল পাঠাচ্ছে।

DID YOU KNOW ?
দ্বিচারিতা পাকিস্তানের
টি-২০ বিশ্বকাপ নিয়ে দ্বিচারিতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে উস্কানি দিলেও, নিজেরা টি-২০ বিশ্বকাপে খেলছে পাকিস্তান।

Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) বয়কট করার হুমকি দিলেও, শেষপর্যন্ত এই টুর্নামেন্টে খেলবে। এমনই মনে করছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘আমার মনে হয় না ওরা টি-২০ বিশ্বকাপ বয়কট করতে পারবে। আমার মনে হয় না ওদের সেই সাহস আছে। আমার মনে হয় না ওরা সেটা করতে পারবে। ওরা টি-২০ বিশ্বকাপে খেলতে আসবে।’ পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপে দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। কিন্তু পিসিবি সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, তারা এই টুর্নামেন্ট বয়কট করার পথে হাঁটছে না। বরং দলকে খেলার জন্য তৈরি হতে বলা হয়েছে।

বাংলাদেশকে উস্কানি দিয়ে নিজেরা খেলছে পাকিস্তান

ভারতে নিরাপত্তার অভাব রয়েছে বলে বাংলাদেশ সরকার (Bangladesh Government) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) যখন বারবার আইসিসি-র কাছে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় (Sri Lanka) সরিয়ে দেওয়ার জন্য দরবার করছিল, তখন তাদের উস্কানি দিচ্ছিল পাকিস্তান। তারপর যখন বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেল, তখন নকভি বলেছিলেন, তাঁরাও টি-২০ বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (Shehbaz Sharif) সঙ্গে দেখা করেছেন নকভি। এই বৈঠকের পর তিনি জানিয়েছেন, শুক্রবার বা সোমবার টি-২০ বিশ্বকাপে দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের পথে হাঁটছে না পাকিস্তান

পাকিস্তানের ক্রিকেট মহলের একাংশ আইসিসি-কে সবক শেখানোর জন্য টি-২০ বিশ্বকাপ বয়কটের ডাক দিলেও, সেই দাবি মানছে না পিসিবি। তারা ইতিমধ্যেই দলের সব সদস্যের জন্য কলম্বোর (Colombo) উড়ানের টিকিট বুক করে ফেলেছে। তবে পাকিস্তানের ক্রিকেটাররা কবে কলম্বো পৌঁছবেন, সে বিষয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২৬।
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। বয়কট করার বদলে এই টুর্নামেন্টে খেলছে পাকিস্তান।
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: '৭-১ ফলকে ৮-১ করার জন্য তৈরি,' প্রচারের ভিডিওতে পাকিস্তানকে ব্যঙ্গ
'আমার সম্পর্কে বলা হয়েছিল, ম্যাচ চলাকালীন একটা মেয়ের সঙ্গে দেখা করেছি,' বিস্ফোরক যুবরাজ