2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর ১০ দিন বাকি। শেষমুহূর্তে এই টুর্নামেন্টে খেলার জন্য ডাক পেয়েছে স্কটল্যান্ড (Scotland) ক্রিকেট দল। তবে তারা খেলার জন্য তৈরি। টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট স্কটল্যান্ড।

DID YOU
KNOW
?
তৈরি স্কটল্যান্ড
শেষমুহূর্তে টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও, এই টুর্নামেন্টে খেলার জন্য তৈরি স্কটল্যান্ড দল।

Cricket Scotland: আসন্ন টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) জন্য দল ঘোষণা করল ক্রিকেট স্কটল্যান্ড। ১৫ জনের দলে অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয়েছে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে (2024 ICC Men's T20 World Cup) খেলা ১১ জন দলে আছেন। অধিনায়ক নির্বাচিত হয়েছেন রিচি বেরিংটন (Richie Berrington)। গত মাসেই স্কটল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ওয়েন ডাউকিনস (Owen Dawkins)। তিনিই টি-২০ বিশ্বকাপের জন্য দল বেছে নিয়েছেন। এই টুর্নামেন্টে স্কটল্যান্ডের খেলার কথা ছিল না। বাংলাদেশ (Bangladesh) সরে না গেলে স্কটিশরা ভারতে খেলতে আসতে পারত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (Bangladesh Cricket Board) নিজেদের পায়ে কুড়ুল মেরে স্কটিশদের জন্য টি-২০ বিশ্বকাপের দরজা খুলে দিয়েছে। তবে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, তাদের দল অনুশীলনের মধ্যেই ছিল। ফলে এই টুর্নামেন্টে খেলতে সমস্যা হবে না।

স্কটল্যান্ডের পুরো দল-

টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত স্কটল্যান্ডের ১৫ জনের দলে আছেন- রিচি বেরিংটন (Richie Berrington), টম ব্রুস (Tom Bruce), ম্যাথিউ ক্রস (Matthew Cross). ব্র্যাডলি কারি (Bradley Currie), অলিভার ডেভিডসন (Oliver Davidson), ক্রিস গ্রিভস (Chris Greaves), জাইনুল্লাহ ইহসান (Zainullah Ihsan), মাইকেল জোনস (Michael Jones), মাইকেল লিস্ক (Michael Leask), ফিনলে ম্যাকক্রিথ (Finlay McCreath), ব্র্যান্ডন ম্যাকমুলেন (Brandon McMullen), জর্জ মানসে (George Munsey), সফিয়ান শরিফ (Safyaan Sharif), মার্ক ওয়াট (Mark Watt) ও ব্র্যাডলি হোয়েল (Bradley Wheal)। রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ভারতে আসছেন জ্যাসপার ডেভিডসন (Jasper Davidson) ও জ্যাক জার্ভিস (Jack Jarvis)। এছাড়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন ম্যাকেঞ্জি জোনস (Mackenzie Jones), ক্রিস ম্যাকব্রাইড (Chris McBride) ও চার্লি টিয়ার (Charlie Tear)।

দলে আফগান বংশোদ্ভূত ক্রিকেটার

প্রথমবার স্কটল্যান্ড দলে জায়গা পেয়েছেন আফগানিস্তান (Afghanistan) বংশোদ্ভূত ক্রিকেটার ইহসান। এই তরুণ সম্প্রতি স্কটল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তিনি এবার টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেয়ে গেলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।