2026 ICC Men's T20 World Cup: আগামী সপ্তাহে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। টি-২০ বিশ্বকাপের প্রচারমূলক ভিডিওতেও ভারত-পাকিস্তান ম্যাচকেই তুলে ধরা হয়েছে।
KNOW
India vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচ কি সত্যিই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা? না কি ভারতীয় দলের জন্য সবচেয়ে সহজ ম্যাচ? টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) প্রচারমূলক ভিডিওতে এই প্রশ্নই তোলা হল। একইসঙ্গে পাকিস্তানকে ব্যঙ্গও করা হল। যে কোনও ফর্ম্যাটের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের যা রেকর্ড, তাতে সত্যিই প্রতিদ্বন্দ্বিতার কথা বলা যায় না। কারণ, ওডিআই বিশ্বকাপে গত সাড়ে তিন দশকে একবারও ভারতের বিরুদ্ধে জয় পায়নি পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে শুধু একবারই ভারতকে হারাতে পেরেছে তারা। সেই জয় এসেছিল ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে (2021 ICC Men's T20 World Cup)। এছাড়া বিশ্বকাপে সব ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ হয়নি। কারণ, এই দুই দলের মধ্যে দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ হয়নি।
প্রচারের ভিডিওতে পাকিস্তানকে কটাক্ষ
টি-২০ বিশ্বকাপের প্রচারের ভিডিওত দেখা যাচ্ছে, জনপ্রিয় ইউটিউব (YouTube) ব্যক্তিত্ব অভিষেক মালহান (Abhishek Malhan) অন্য তিনজনের সঙ্গে ভারতীয় দলের জার্সি পরে লিফটে প্রবেশ করার সময় বলছেন, 'গতবার মজা হয়েছিল।' সেই সময় অন্য লিফটের দরজার সামনে পাকিস্তানের জার্সি পরে দাঁড়িয়ে থাকা এক তরুণ বলছেন, 'ও ভাই, ১৫ তারিখের জন্য তৈরি?' পাল্টা অভিষেক বলেন, 'আপনাদের হারানোর জন্য সবসময় তৈরি।' সে কথা শুনে ওই তরুণ এগিয়ে এসে বলেন, 'হাল্কাভাবে নেবেন না। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা।' তখন অভিষেক বলেন, ‘আরে, আপনাদের দলকে কী করে হাল্কাভাবে নেব! সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতাকে ৭-১ থেকে ৮-১ করতে হবে তো।’
বয়কট করছে না পাকিস্তান
বাংলাদেশের (Bangladesh) পাশে দাঁড়িয়ে টি-২০ বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। কিন্তু আইসিসি পাল্টা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলতেই সুর নরম করে কলম্বোর (Colombo) উড়ানের টিকিট কেটে নিয়েছে পিসিবি। ফলে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচ হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


