Ranji Trophy 2026: একটি ইনিংস এবং ৪৬ রানে জয় ছিনিয়ে নিল বাংলা। ম্যাচের সেরা হলেন, দুরন্ত ডবল সেঞ্চুরি করা সুদীপ চ্যাটার্জি। তৃতীয় দিনের শেষে, সার্ভিসেসের স্কোর ছিল ৮ উইকেট হারিয়ে ২৩১ রান।

Ranji Trophy 2026: দুরন্ত জয় বাংলার। রঞ্জি ট্রফিতে কার্যত, দাপট দেখালেন বাংলার ক্রিকেটাররা। বিধ্বংসী ব্যাটিং এবং বোলিং-এর জেরে রীতিমতো ছারখার সার্ভিসেস। সেই সুবাদেই একটি ইনিংস এবং ৪৬ রানে জয় পেল বঙ্গ ব্রিগেড।

ওপেনার সুদীপ চ্যাটার্জি রীতিমতো ২২ গজে ঝড় তোলেন

রঞ্জি ট্রফির এলিট প্যানেলের গুরুত্বপূর্ণ ম্যাচে, মুখোমুখি হয় বাংলা বনাম সার্ভিসেস (bengal vs services live)। বৃহস্পতিবার থেকে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে, শুরু হয় এই ম্যাচ (ranji trophy 2026)। যে ম্যাচে, টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় সার্ভিসেস। আর প্রথমে ব্যাট করে কার্যত, রানের পাহাড় তৈরি করে বাংলা। প্রথম ইনিংসে তারা তোলে ৫১৯ রান। ওপেনার তথা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ৮১ রান। আরেক ওপেনার সুদীপ চ্যাটার্জি রীতিমতো ২২ গজে ঝড় তোলেন। ডবল সেঞ্চুরি হাঁকান এই বাঙালি ব্যাটার। তাঁর সংগ্রহে ২০৯ রান। নিঃসন্দেহে অসাধারণ একটি ইনিংস উপহার দেন তিনি।

অন্যদিকে, সুদীপ কুমার ঘরামির সংগ্রহে ৯ রান, অনুষ্টুপ মজুমদারের ঝুলিতে ২৭ রান এবং শাহবাজ আহমেদ করেন ৩৮ রান। এছাড়া সুমন্ত গুপ্ত ৩৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে দলের উইকেটকিপার-ব্যাটার শাকির হাবিব গান্ধীর কথাও বলতেই হয়। অনবদ্য ৯১ রানের ইনিংস উপহার দেন তিনি এবং শেষপর্যন্ত, অপরাজিত থাকেন।

পাশাপাশি আকাশ দীপ ১ রান, সুরজ সিন্ধু জয়সওয়াল ১ রান এবং মহম্মদ শামি ৬ রান করেন। বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৫১৯ রানে। সার্ভিসেসের হয়ে ৩ উইকেট নেন ভিনীত ধনখার। ২টি উইকেট পান অর্জুন শর্মা। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন জয়ন্ত গোয়াত, অমরজিত সিং, আদিত্য দীপক কুমার এবং মোহিত আহলাওয়াত।

বেকায়দায় পড়ে যায় সার্ভিসেস

জবাবে ব্যাট করতে নেমে, বেজায় বিপাকে পড়েছে সার্ভিসেস। ওপেনার শুভম রোহিল্লা ফিরে যান মাত্র ৩০ রানে। এছাড়া গৌরব কোচারের ঝুলিতে ৯ রান, রবি চৌহানের সংগ্রহে ৫ রান এবং অধিনায়ক রজত পালিওয়াল মাত্র ১০ রান করেন।তবে মোহিত আহলাওয়াত এবং ভিনীত ধনখার কার্যত, খালি হাতে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান। এছাড়া অর্জুন শর্মা করেন ১৩ রান এবং জয়ন্ত গোয়াতের ঝুলিতে ৯ রান।

দলের উইকেটকিপার-ব্যাটার নকুল শর্মা কিছুটা লড়াই করেন। তাঁর সংগ্রহে ৮৫ রান। এছাড়া আদিত্য দীপক কুমার করেন ৮ রান এবং অমরজিত সিং-এর ঝুলিতে ২ রান। বাংলার হয়ে ৪ উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল, ৩ উইকেট পান আকাশ দীপ, মহম্মদ শামির ঝুলিতে ২টি উইকেট এবং শাহবাজ আহমেদের সংগ্রহে ১টি উইকেট।

সার্ভিসেসের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৮৬ রানে। স্বাভাবিকভাবেই, ফলো-অন খায় তারা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তারা। সেখানেও রীতিমতো দাপট দেখায় বাংলা। সার্ভিসেসের ওপেনার শুভম রোহিল্লা ফিরে যান খালি হাতে। এছাড়া গৌরব কোচারের ঝুলিতে ৪ রান এবং রবি চৌহানের সংগ্রহে ৮ রান।

অধিনায়ক রজত পালিওয়াল কিছুটা লড়াই করেন। তাঁর সংগ্রহে ৮৩ রান। তাঁর সঙ্গে মোহিত আহলাওয়াতও কিছুটা চেষ্টা করেন। মোহিতের নামের পাশে ৬২ রান। অন্যদিকে, ভিনীত ধনখার করেন ১৩ রান এবং নকুল শর্মা ৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। অর্জুন শর্মা করেন মাত্র ২ রান।

একটি ইনিংস এবং ৪৬ রানে জয় ছিনিয়ে নিল বাংলা

তৃতীয় দিনের শেষে, সার্ভিসেসের স্কোর ছিল ৮ উইকেট হারিয়ে ২৩১ রান। ক্রিজে জয়ন্ত গোয়াত ১৬ রানে এবং আদিত্য দীপক কুমার ২২ রানে অপরাজিত ছিলেন। সার্ভিসেস তখনও ১০২ রানে পিছিয়ে ছিল। অর্থাৎ, বাংলার জয়ের জন্য দরকার ছিল মাত্র ২টি উইকেট। আর সেটাই করে দেখালেন তারা। 

চতুর্থ দিন ব্যাট করতে নেমে, জয়ন্ত গোয়াত কিছুটা লড়াই করেন। তিনি ৬৮ রানে আউট হন। কিন্তু আদিত্য দীপক কুমার মাত্র ২৬ রানে ফিরে যান। ফলে, সেখানেই জয়ের আশা শেষ হয়ে যায় তাদের। বলা চলে, সহজেই জয় হাসিল করে বাংলা। সার্ভিসেসের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৮৭ রানে। বাংলার হয়ে ৫ উইকেট একাই নেন মহম্মদ শামি। অন্যদিকে, মুকেশ কুমার পান ২টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন সুরজ সিন্ধু জয়সওয়াল, আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ। 

একটি ইনিংস এবং ৪৬ রানে জয় ছিনিয়ে নিল বাংলা। ম্যাচের সেরা হলেন, দুরন্ত ডবল সেঞ্চুরি করা সুদীপ চ্যাটার্জি। 

দুই দলের প্রথম একাদশ

বাংলাঃ অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ চ্যাটার্জি, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার-ব্যাটার), সুমন্ত গুপ্ত, সুরজ সিন্ধু জয়সওয়াল, আকাশ দীপ, মহম্মদ শামি, মুকেশ কুমার

সার্ভিসেসঃ রজত পালিওয়াল (অধিনায়ক), শুভম রোহিল্লা, গৌরব কোচার, মোহিত আহলাওয়াত, নকুল শর্মা (উইকেটকিপার-ব্যাটার), রবি চৌহান, ভিনীত ধনখার, অর্জুন শর্মা, আদিত্য দীপক কুমার, জয়ন্ত গোয়াত, অমরজিত সিং

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।