2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ (Bangladesh)। এবার কি পাকিস্তান ক্রিকেট বোর্ডও (Pakistan Cricket Board) এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে? সেই সম্ভাবনা তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
কঠোর ব্যবস্থা আইসিসি-র
টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশকে কঠোর শাস্তি দিতে পারে আইসিসি। পাকিস্তান নাম প্রত্যাহার করলে আরও কঠোর সাজা পেতে পারে।

Pakistan Cricket Board: টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে নাম প্রত্যাহার করে নিলে কঠোর শাস্তি পেতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে হুঁশিয়ারি দিয়ে রাখল আইসিসি। পিসিবি যদি সত্যিই এই টুর্নামেন্টে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি ধরে নেবে, তাদের কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হচ্ছে। তখন পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) শনিবারের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ (Bangladesh) বাদ পড়ার পর নকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। আমি আইসিসি-র বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনারা দ্বিচারিতা করতে পারেন না। কোনও এক দেশ যখন, যা খুশি সিদ্ধান্ত নেবে আর অন্য এক দেশের ক্ষেত্রে পুরো উল্টো হবে, তা হতে পারে না। এই কারণেই আমাদের অবস্থান স্পষ্ট। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বাংলাদেশকে যে কোনও পরিস্থিতিতেই বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। ওরা আইসিসি ও ক্রিকেটের বড় অংশীদার। ওদের সঙ্গে এই অন্যায্য আচরণ করা উচিত নয়।’

টি-২০ বিশ্বকাপ থেকে সরে যাবে পাকিস্তান?

টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে যাবে কি না, এই প্রশ্নের জবাবে নকভি বলেছেন, ‘পাকিস্তান সরকার আমাকে যে নির্দেশ দেবে, তার ভিত্তিতেই বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়ে আমাদের অবস্থান ঠিক হবে। প্রধানমন্ত্রী এই মুহূর্তে পাকিস্তানে নেই। তিনি যখন ফিরবেন, তখন আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। আমরা সরকারকে মেনে চলি, আইসিসি-কে নয়।’ টি-২০ বিশ্বকাপে পিসিবি যদি সত্যিই দল না পাঠায়, তাহলে বিকল্প পরিকল্পনা রয়েছে কি না, এই প্রশ্নের জবাবে নকভি বলেছেন, ‘আমরা আগে সিদ্ধান্ত নিই, তারপর আমাদের প্ল্যান এ, বি, সি, ডি আছে।’

কী শাস্তি পেতে পারে পাকিস্তান?

আইসিসি সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান যদি টি-২০ বিশ্বকাপ থেকে সরে যায়, তাহলে ভবিষ্যতে পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) কোনও বিদেশি ক্রিকেটারকে খেলার অনুমতি দেওয়া হবে না। পিসিবি-কে আইসিসি যে অর্থ দেয়, তা কাটছাঁট করা হবে। পাকিস্তান সুপার লিগের আন্তর্জাতিক স্বীকৃতি প্রত্যাহার করে নেওয়া হবে। এই টি-২০ লিগকে বাণিজ্যিক সাহায্যও করা হবে না। এশিয়া কাপ (Asia Cup) থেকেও বাদ দেওয়া হবে পাকিস্তানকে। কোনও দ্বিপাক্ষিক সিরিজেই খেলতে দেওয়া হবে না পাকিস্তানকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।