
Mustafizur Rahman Controversy: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) দাবি অনুযায়ী টি-২০ বিশ্বকাপে তাদের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় (Sri Lanka) আয়োজন করা হতে পারে। আইসিসি (International Cricket Council) সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত আইসিসি-র পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু যা পরিস্থিতি, তাতে কলকাতা (Kolkata) ও মুম্বই (Mumbai) থেকে টি-২০ বিশ্বকাপে গ্রুপ সি-তে বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরে যাওয়া সময়ের অপেক্ষা। আইসিসি-র পক্ষে শ্রীলঙ্কায় এই ম্যাচগুলি আয়োজন করা সহজ। কারণ, পাকিস্তানের (Pakistan) সব ম্যাচই শ্রীলঙ্কায় হবে। ফলে সব আয়োজনই থাকছে। শুধু শ্রীলঙ্কার মাটিতে টি-২০ বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বাড়বে। এতে শ্রীলঙ্কার ক্রিকেট মহল খুশিই হবে। তবে বাংলাদেশের ম্যাচগুলি সত্যিই শ্রীলঙ্কায় সরে গেলে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ম্যাচ কমে যাবে। ফলে বাংলার ক্রিকেটপ্রেমীরা বঞ্চিত হবেন।
আবু ধাবিতে (Abu Dhabi) এবারের আইপিএল-এর মিনি নিলামে (IPL 2026 Mini-Auction) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯.২০ কোটি টাকা দিয়ে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের বেছে বেছে খুন করা হচ্ছে, নানারকম নির্যাতন করা হচ্ছে, তারপরেও সে দেশের একজন ক্রিকেটারকে দলে নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন কেকেআর কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan)। এই পরিস্থিতিতে শনিবার কেকেআর-কে বিসিসিআই (BCCI) নির্দেশ দেয়, মুস্তাফিজুরকে দল থেকে বাদ দিতে হবে। এই নির্দেশ পালন করে কেকেআর। এরপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি করছে, ভারতে তাদের দলের সবার নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। এই কারণে ভারত থেকে ম্যাচ সরিয়ে নিতে হবে।
অগাস্টের শেষদিকে ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সফর বাতিলের সম্ভাবনাই বেশি। এমনকী, অদূর ভবিষ্যতে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ হবে কি না, সে বিষয়েই সংশয় তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।