
Bangladesh Cricket Board: মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) নিয়ে বিতর্কের জেরে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতে দল পাঠাতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিবার সরকারিভাবে আইসিসি-র (International Cricket Council) কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারত থেকে শ্রীলঙ্কায় (Sri Lanka) সরিয়ে নেওয়া হয়। ভারতে বাংলাদেশ দলের সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি ভালোভাবে খতিয়ে দেখে এবং ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় এবং বাংলাদেশ সরকারের (Bangladesh Government) পরামর্শের ভিত্তিতে বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশের জাতীয় দল (Bangladesh National Team)।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘বোর্ড বিশ্বাস করে, বাংলাদেশী খেলোয়াড়, দলের কর্মী, বোর্ডের সদস্য এবং বাকিদের সবার সুরক্ষা ও কল্যাণের জন্য এই পদক্ষেপ প্রয়োজনীয়। দল যাতে নিরাপদ ও উপযুক্ত পরিবেশে এই টুর্নামেন্টে যোগ দিতে পারে, সেটা নিশ্চিত করতে চাইছি আমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি পরিস্থিতি বুঝতে পারবে এবং জরুরি ভিত্তিতে অনুরোধের জবাব দেবে।’ তবে আইসিসি এখনও সরকারিভাবে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি।
টি-২০ বিশ্বকাপে গ্রুপ সি-তে কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ৭ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মুখোমুখি হবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির (Italy) মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের (England) মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে (Mumbai) নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের (Nepal) মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু এবার সূচি বদল করতে পারে আইসিসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।