টি-২০ বিশ্বকাপ ২০২৬: অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন না ঈশান কিষান?

Published : Dec 20, 2025, 04:17 PM IST
Abhishek Sharma

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: শনিবার মুম্বইয়ে (Mumbai) বিসিসিআই (BCCI) সদর দফতরে বৈঠকের পর টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ১৫ জনের দলে বড় চমক রয়েছে।

DID YOU KNOW ?
দলে নেই শুবমান গিল
টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দলে জায়গা পাননি শুবমান গিল। তাঁর পরিবর্তে দলে ঈশান কিষান।

Indian Cricket Team: বাদ পড়েছেন শুবমান গিল (Shubman Gill)। এবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলের হয়ে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে কে ব্যাটিং ওপেন করবেন, সেই আলোচনা শুরু হয়েছে। ওপেনার হিসেবে অভিষেকের সঙ্গে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও ঈশান কিষান (Ishan Kishan)। টিম ম্যানেজমেন্ট যদি ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন বেছে নেয়, তাহলে অভিষেকের সঙ্গে সঞ্জুকে ওপেনিংয়ে পাঠানো হতে পারে। শুক্রবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে এই দুই ব্যাটার ওপেন করেন। তাঁদের ওপেনিং জুটিতে ৩৪ বলে যোগ হয় ৬৩ রান। সঞ্জু ২২ বলে ৩৭ এবং অভিষেক ২১ বলে ৩৪ রান করেন। ফলে টি-২০ বিশ্বকাপে এই ওপেনিং জুটির উপরেই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

সঞ্জুকে একাদশে চাইছেন রবি শাস্ত্রী

শুক্রবার আমেদাবাদে সঞ্জুর অসাধারণ ইনিংস দেখে ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বলেছেন, ‘ওকে কেন আগেই দলে নেওয়া হয়নি? ওকে যখন এভাবে খেলতে দেখেন, তখন আপনি অবাক হয়ে ভাবতে পারেন, অন্য একজন চোট না পাওয়া পর্যন্ত কেন ওকে দলে নেওয়ার জন্য অপেক্ষা করতে হল? ওর স্বাভাবিকভাবেই টপ অর্ডারে সুযোগ পাওয়া উচিত। ও ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে তিনবার শতরান করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে শতরান করেছে। ও বিস্ফোরক, বিপজ্জনক ব্যাটার। ও সব ধরনের শট খেলতে পারে। বোলাররা ওকে কোথায় বল করবে?’ অতীতে বারবার দল থেকে বাদ পড়েছেন সঞ্জু। তাঁর বাদ পড়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে এবার এই উইকেটকিপার-ব্যাটার দলে আছেন।

খেলার সুযোগ পাবেন ঈশান কিষান?

এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) অসাধারণ ব্যাটিং করার সুবাদে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পেয়েছেন ঈশান কিষান (Ishan Kishan)। তবে তিনি একাদশে জায়গা পাবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
শনিবার টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করা হল।
শনিবার মুম্বইয়ে বিসিসিআই সদর দফতরে দল নির্বাচনী বৈঠকের পর টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করা হল।
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপের দল থেকে কেন বাদ শুবমান গিল? ব্যাখ্যা প্রধান নির্বাচক অজিত আগরকরের
ICC T20 World Cup: অধিনায়ক সূর্যকুমার, সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল! বিশ্বকাপের জন্য দল ঘোষণা ভারতের