
Indian Cricket Team: ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। টি-২০ ফর্ম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার জেরে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলে সুযোগ পেলেন না শুবমান গিল (Shubman Gill)। তিনি এই ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন। কিন্তু এবার দল থেকে বাদ পড়লেন। শনিবার নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে সিরিজ এবং টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ১৫ জনের দলে বড় চমক শুবমানের বাদ পড়া এবং ঈশান কিষানের (Ishan Kishan) সুযোগ পাওয়া। সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝোড়ো ব্যাটিং করেছেন ঈশান। ফাইনালে শতরান করে তিনি ঝাড়খণ্ডকে (Jharkhand) প্রথমবার এই টুর্নামেন্ট জিততে সাহায্য করেছেন। এই কারণেই টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে গেলেন ঈশান।
শুবমানের বাদ পড়া প্রসঙ্গে বিসিসিআই-এর (BCCI) প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) বলেছেন, ‘শুবমানের দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। ও হয়তো সম্প্রতি বেশি রান করতে পারেনি। কিন্তু তাতে ওর প্রতি আমাদের ধারণা বদলে যায়নি। ওর দুর্ভাগ্য যে গত বিশ্বকাপের দলেও জায়গা পায়নি। কারণ, আমরা ভিন্ন কম্বিনেশন বেছে নিয়েছিলাম। ফের আমরা দলে ভারসাম্যের উপর জোর দিয়েছি। বিশেষ করে টপ অর্ডারে দুই উইকেটকিপারকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তিগত দক্ষতার চেয়ে দলের ভারসাম্যের উপরেই বেশি জোর দেওয়া হয়েছে।’
টি-২০ বিশ্বকাপের দল সম্পর্কে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বলেছেন, ‘গিলের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। ও ফর্মের জন্য দল থেকে বাদ পড়েনি। আমরা যে কম্বিনেশন বেছে নিয়েছি, তার জন্য ওকে দলে নেওয়া সম্ভব হয়নি। আমরা চাইছিলাম টপ অর্ডারে উইকেটকিপার থাকুক। আমাদের দলে রিঙ্কু সিংকে (Rinku Singh) দরকার ছিল। আমাদের দলে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) আছে। আমরা বিভিন্ন কম্বিনেশন নিয়ে নমনীয় মনোভাব নিয়ে চলছি। সেভাবেই দল বেছে নেওয়া হয়েছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।