2026 ICC Men's T20 World Cup: খেতাব ধরে রাখার লক্ষ্যে নতুন ইংরাজি বছরের শুরুতেই দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে নামছে ভারতীয় দল। মঙ্গলবার সরকারিভাবে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করে দিল আইসিসি।
KNOW
2026 ICC Men's T20 World Cup Schedule: কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আগামী বছরের টি-২০ বিশ্বকাপের সূচি ভাইরাল হয়। মঙ্গলবার আইসিসি-র পক্ষ থেকে সরকারিভাবে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হল। ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। কলম্বোয় (Colombo) উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস (Pakistan vs Netherlands)। সেদিনই প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। মুম্বইয়ে (Mumbai) সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। সেদিনই আবার কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ (West Indies vs Bangladesh)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ভারতে দল পাঠাবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। এই কারণেই পাকিস্তানের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কার (Sri Lanka) মাটিতে। গ্রুপ লিগের পর পাকিস্তান যদি সেমি-ফাইনাল বা ফাইনালে পৌঁছে যায়, তাহলেও তারা কলম্বোয় ম্যাচ খেলবে। তবে পাকিস্তান যদি আগেই ছিটকে যায়, তাহলে ৮ মার্চ টি-২০ বিশ্বকাপের ফাইনাল হবে আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। মুম্বইয়ে একটি সেমি-ফাইনাল হবে। পাকিস্তান আগেই ছিটকে গেলে কলকাতায় অন্য সেমি-ফাইনাল হবে। ফলে পাকিস্তান সেমি-ফাইনালের আগেই ছিটকে গেলে কলকাতার ক্রিকেটপ্রেমীরা খুশি হবেন।
ভারত-পাকিস্তান ম্যাচ কবে?
৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচের পর ১২ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার (Namibia) মুখোমুখি হবে ভারতীয় দল। এরপর ১৫ ফেব্রুয়ারি বহু প্রতিক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। ১৮ ফেব্রুয়ারি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারতীয় দল।
ফের চমক দেখাতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র?
খাতায়-কলমে নিজেদের গ্রুপে সেরা দুই দল ভারত ও পাকিস্তান। তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে (2024 ICC Men's T20 World Cup) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সামনে অসহায় হয়ে পড়ে পাকিস্তান। এবারও যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভালো পারফরম্যান্স দেখায়, তাহলে পাকিস্তানের পক্ষে গ্রুপের বাধা টপকানো কঠিন হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


