
2026 ICC Men's T20 World Cup Updates: আগামী সপ্তাহে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করল আইসিসি। শুক্রবার মোট ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় মোট ২৪ জন আম্পায়ার এবং ছয় জন ম্যাচ রেফারি আছেন। আপাতত গ্রুপ পর্যায়ের ম্যাচগুলিতে দায়িত্বে থাকছেন এই আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। তারপর সুপার এইট ও নক-আউট পর্যায়ের ম্যাচগুলিতে কারা দায়িত্বে থাকবেন, সেই তালিকা প্রকাশ করা হবে। যে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের সবারই যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ভারতীয়দের মধ্যে আছেন শুধু জাভাগল শ্রীনাথ (Javagal Srinath) ও নীতীন মেনন (Nitin Menon)। তাঁরা বিভিন্ন ম্যাচে দায়িত্বে থাকবেন।
৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার (Sri Lanka) রাজধানী কলম্বোর (Colombo) সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে (Sinhalese Sports Club Cricket Ground) টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের (Netherlands) মুখোমুখি হচ্ছে পাকিস্তান (Pakistan)। এই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন কুমার ধর্মসেনা (Kumar Dharmasena), ওয়েন নাইটস (Wayne Knights)। শ্রীলঙ্কার প্রাক্তন অফ-স্পিনার ধর্মসেনা ১৯৯৬ সালে প্রথমবার ওডিআই বিশ্বকাপজয়ী (Wills World Cup 1996) দলের সদস্য ছিলেন। তিনি আম্পায়ার হিসেবেও অভিজ্ঞ। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনি ৩৭ ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে এবারের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাঁর সতীর্থ নাইটস প্রথমবার পুরুষদের টি-২০ বিশ্বকাপে আম্পায়ারিং করতে চলেছেন।
কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে গ্রুপ সি-তে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও স্কটল্যান্ডের (Scotland) লড়াইয়ে আম্পায়ার হিসেবে থাকছেন নীতীন এবং অস্ট্রেলিয়ার (Australia) স্যাম নোগাজস্কি (Sam Nogajski)। নীতীন অতীতে টি-২০ বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন। তিনি গত টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে আফগানিস্তান (Afghanistan) ও দক্ষিণ আফ্রিকার (South Africa) ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন। এবারও তাঁকে দায়িত্ব দিল আইসিসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।