
2026 ICC Men's T20 World Cup Updates: টি-২০ বিশ্বকাপ বয়কটের নাটক নিয়ে প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (Pakistan Cricket Board) ব্যঙ্গ করেছিল আইসল্যান্ড ক্রিকেট (Iceland Cricket)। পরে তারা এই টুর্নামেন্টে সুযোগ পাওয়ার দৌড় থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করে উগান্ডাকে (Uganda) ব্যঙ্গ করে। পাল্টা আইসল্যান্ড ক্রিকেটকে ব্যঙ্গ করল ক্রিকেট উগান্ডা (Cricket Uganda)। সবমিলিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে মাঠের বাইরে লড়াই জমে উঠেছে। এ কথা স্পষ্ট হয়ে গিয়েছে, ক্রিকেট এখন আর অল্প কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। টি-২০ ফর্ম্যাটের সুবাদে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট। বিভিন্ন দেশে এখন ক্রিকেট খেলা হচ্ছে। ফলে কোনও দেশ যদি মনে করে তাদের ছাড়া ক্রিকেট চলবে না বা আইসিসি সমস্যায় পড়বে, তাহলে সেই ধারণা সম্পূর্ণ ভুল। বাংলাদেশ (Bangladesh) টি-২০ বিশ্বকাপ থেকে সরে গিয়ে নিজের পায়েই কুড়ুল মেরেছে। বাংলাদেশের পরিবর্তে খেলছে স্কটল্যান্ড (Scotland)। পাকিস্তান এই টুর্নামেন্ট বয়কটের হুমকি দিলেও, শেষপর্যন্ত মাথানত করে খেলবে বলেই শোনা যাচ্ছে। তবে যদি পাকিস্তান সরে যায়, তাহলে পরিবর্ত তৈরি।
প্রয়াত প্রাক্তন আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়ার (Jagmohan Dalmiya) সময় থেকেই বিশ্বজুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিন দশকেরও বেশি সময় ধরে চেষ্টা চালানোর পর সেই লক্ষ্যপূরণ করতে পেরেছে আইসিসি। সব দেশই এখন টি-২০ বিশ্বকাপে খেলতে চাইছে। অনেক দেশই ক্রিকেটে দ্রুত উন্নতি করছে। ফলে পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলি আইসিসি-কে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে কোনও লাভ হবে না। তাদের ছাড়াই দিব্যি চলবে আন্তর্জাতিক ক্রিকেট। বরং ক্রিকেটের নতুন বাজার পেয়ে যাবে আইসিসি।
টি-২০ বিশ্বকাপে খেলবে কি না, সে বিষয়ে এখনও পাকিস্তানের পক্ষ থেকে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। তবে ইঙ্গিত পাওয়া গিয়েছে, এই টুর্নামেন্টে দল পাঠাবে পিসিবি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।