
India vs Bangladesh: শনিবার অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে (2026 ICC Under-19 Men's Cricket World Cup) ভারত-বাংলাদেশ ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী দুপুর একটায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচ হতে চলেছে জিম্বাবোয়ের (Zimbabwe) বুলাবায়ো (Bulawayo) শহরের কুইন্স স্পোর্টস ক্লাবে (Queens Sports Club)। দুই দেশের মধ্যে চলতি কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়তে চলেছে এই ম্যাচে। অতীতে দুই দলের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ম্যাচে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবারও সেরকম কিছু হতে পারে। কারণ, বাংলাদেশ দল ভারতে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) খেলতে আসবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) আইপিএল (IPL 2026) থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক অব্যাহত। ফলে ভারত-বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ ঘিরেও উত্তেজনার পারদ চড়ছে।
চলতি অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) বিরুদ্ধে অসাধারণ বোলিং করেন হেনিল প্যাটেল (Henil Patel)। এই কিশোর পেসার সাত ওভার বোলিং করে এক মেডেন-সহ ১৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন। শনিবার বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করার জন্যও হেনিলের দিকে তাকিয়ে ভারতীয় শিবির।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অধিনায়ক আয়ূষ মাত্রের (Ayush Mhatre) সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে চার বল খেলে মাত্র দুই রান করে আউট হয়ে যান বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই কিশোর বাংলাদেশের বিরুদ্ধে বড় স্কোরের অপেক্ষায়। তিনি ফর্মে থাকলেই ঝোড়ো ব্যাটিং করেন। বাংলাদেশের বিরুদ্ধে ছন্দ পেয়ে গেলেই বড় স্কোর করতে পারেন বৈভব। ভালো ফর্মে উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু (Abhigyan Kundu)। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪১ বল খেলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও ভালো ব্যাটিং করতে তৈরি অভিজ্ঞান। দলগত পারফরম্যান্সের মাধ্যমেই বাংলাদেশকে হারানোর পরিকল্পনা করছে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।