অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপ ২০২৬: শনিবার ভারত-বাংলাদেশ ম্যাচ, বাড়ছে উত্তেজনা

Published : Jan 16, 2026, 09:47 PM ISTUpdated : Jan 16, 2026, 10:18 PM IST
Vaibhav Suryavanshi

সংক্ষিপ্ত

2026 ICC Under-19 Men's Cricket World Cup: ভারত-বাংলাদেশের এখন যা সম্পর্ক, তাতে যে কোনও পর্যায়েই দুই দেশের মুখোমুখি হওয়া নিয়ে উত্তেজনা চরমে পৌঁছে যাচ্ছে। শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ ঘিরেও উত্তেজনার পারদ চড়ছে।

DID YOU KNOW ?
ভারত-বাংলাদেশ ম্যাচ
এখন ভারত-বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানেই প্রবল উত্তেজনা। শনিবার অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপের ম্যাচ ঘিরেও উত্তেজনা তৈরি হচ্ছে।

India vs Bangladesh: শনিবার অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে (2026 ICC Under-19 Men's Cricket World Cup) ভারত-বাংলাদেশ ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী দুপুর একটায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচ হতে চলেছে জিম্বাবোয়ের (Zimbabwe) বুলাবায়ো (Bulawayo) শহরের কুইন্স স্পোর্টস ক্লাবে (Queens Sports Club)। দুই দেশের মধ্যে চলতি কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়তে চলেছে এই ম্যাচে। অতীতে দুই দলের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ম্যাচে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবারও সেরকম কিছু হতে পারে। কারণ, বাংলাদেশ দল ভারতে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) খেলতে আসবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) আইপিএল (IPL 2026) থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক অব্যাহত। ফলে ভারত-বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ ঘিরেও উত্তেজনার পারদ চড়ছে।

ভারতের ভরসা হেনিল প্যাটেল

চলতি অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) বিরুদ্ধে অসাধারণ বোলিং করেন হেনিল প্যাটেল (Henil Patel)। এই কিশোর পেসার সাত ওভার বোলিং করে এক মেডেন-সহ ১৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন। শনিবার বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করার জন্যও হেনিলের দিকে তাকিয়ে ভারতীয় শিবির।

ঝোড়ো ব্যাটিং করতে তৈরি বৈভব সূর্যবংশী

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অধিনায়ক আয়ূষ মাত্রের (Ayush Mhatre) সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে চার বল খেলে মাত্র দুই রান করে আউট হয়ে যান বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই কিশোর বাংলাদেশের বিরুদ্ধে বড় স্কোরের অপেক্ষায়। তিনি ফর্মে থাকলেই ঝোড়ো ব্যাটিং করেন। বাংলাদেশের বিরুদ্ধে ছন্দ পেয়ে গেলেই বড় স্কোর করতে পারেন বৈভব। ভালো ফর্মে উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু (Abhigyan Kundu)। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪১ বল খেলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও ভালো ব্যাটিং করতে তৈরি অভিজ্ঞান। দলগত পারফরম্যান্সের মাধ্যমেই বাংলাদেশকে হারানোর পরিকল্পনা করছে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আইসিসি অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে ৫ বার চ্যাম্পিয়ন ভারত।
পুরুষদের অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে সফলতম দল ভারত ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Big Bash League 2026: ৯টি ছক্কা এবং ৫টি চার! ৪১ বলে সেঞ্চুরি, বিধ্বংসী স্মিথ ঝড় তুললেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে
Big Bash League: বিগ ব্যাশ লিগে নয়া নিয়ম, পরের মরশুম থেকেই 'ডেজিগনেটেড প্লেয়ার' মডেল?