
Bangladesh News: টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) দ্বিচারিতা ফের প্রকট হয়ে গেল। ভারতে খেলতে আসবে না বলে এই টুর্নামেন্ট বয়কট করার কথা ঘোষণা করার পরেও ফের আইসিসি-কে চিঠি দিল বিসিবি। এই চিঠিতে বলা হয়েছে, 'বাংলাদেশের ম্যাচের কেন্দ্র পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসি-র স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির (ICC Dispute Resolution Committee) কাছে পাঠানো হয়।' আইসিসি-র কোনও সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সে বিষয়ে মীমাংসা করে। এবার বাংলাদেশ ঠিক সেটাই চাইছে। তবে আইসিসি বাংলাদেশের দাবি মানবে কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
বাংলাদেশের দাবি খারিজ করে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, টি-২০ বিশ্বকাপে তাদের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় (Sri Lanka) আয়োজন করা হচ্ছে না। এই টুর্নামেন্টে খেলতে হলে ভারতেই আসতে হবে। আইসিসি-র এই সিদ্ধান্ত জানার পর বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এরপর তিনি সাংবাদিকদের জানান, 'আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনওরকম সুযোগ নেই।' তাঁর কথাতেই স্পষ্ট, ভারতে খেলতে আসবে না বাংলাদেশ। এর অর্থ হল, তারা টি-২০ বিশ্বকাপ থেকে সরে যাচ্ছে। কিন্তু তারপরেও ফের আইসিসি-কে চিঠি দিল বিসিবি।
টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনওবার ফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ দল। কিন্তু তারা নিয়মিত এই টুর্নামেন্টে খেলছে। তবে এবার রাজনীতি ও ভারত-বিরোধিতার কারণে টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ হারাচ্ছেন লিটন দাসরা (Litton Das)। তাঁরা সরকারের বিরোধিতা করতে পারছেন না। কিন্তু ক্রিকেটারদের বিশ্বকাপে খেলা থেকে বঞ্চিত করার জন্য প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ক্রিকেট বোর্ড। এই কারণেই ফের আইসিসি-কে চিঠি দেওয়া হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।