Royal Challengers Bangalore: কোভিডের টিকা বিক্রি করা সংস্থা এবার কিনছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে?

Published : Jan 23, 2026, 02:58 PM ISTUpdated : Jan 23, 2026, 03:20 PM IST
Royal Challengers Bangalore

সংক্ষিপ্ত

Royal Challengers Bangalore: কোভিডের টিকা তৈরি করা আদার পুনাওয়ালা এবার বিরাট কোহলিদের দলের মালিক হতে পারেন। এবার আইপিএল-এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনে নেওয়ার জন্য দরপত্র জমা দেবেন আদার পুনাওয়ালা।

Royal Challengers Bangalore: আইপিএল-এর অন্যতম ফ্র্যাঞ্চাইজি তথা গত মরশু্মের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা হস্তান্তর কার্যত, চূড়ান্ত (rcb sale price 2026)। জানা যাচ্ছে, কোভিডের টিকা তৈরি করা আদার পুনাওয়ালা এবার বিরাট কোহলিদের দলের মালিক হতে পারেন (rcb sale valuation)। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেনার জন্য আগ্রহ প্রকাশ?

এবার আইপিএল-এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনে নেওয়ার জন্য দরপত্র জমা দেবেন আদার পুনাওয়ালা। নিজে মুখেই সেই কথা জানিয়েছেন তিনি। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও এবং পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান পুনাওয়ালা আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। 

নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে পুনাওয়ালা জানিয়েছেন, ‘‘আইপিএল-এর অন্যতম সেরা দল আরসিবির জন্য আগামী কয়েক মাসের মধ্যেই একটি শক্তিশালী বিড জমা দিতে চলেছি।’’ তবে এটাই প্রথমবার নয়। গত বছরের অক্টোবর মাসেও তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘সঠিক দাম পেলে আরসিবি একটি দুর্দান্ত দল।’’

বায়োটেকনোলজি এবং ফার্মাসিউটিক্যালস সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান হলেন ৪৫ বছর বয়সি পুনাওয়ালা। যা উৎপাদনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক একটি সংস্থা।

১৭,৭৬২ কোটি টাকায় বিক্রি হতে পারে বেঙ্গালুরু?

সূত্রের খবর, ১৭,৭৬২ কোটি টাকায় বিক্রি হতে পারে বেঙ্গালুরু। অন্যদিকে, ২০২৪ সালে পুনাওয়ালার সম্পত্তির পরিমাণ ছিল ১৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। স্বাভাবিকভাবেই, তাঁর পক্ষে ১৭ হাজার কোটি টাকা খরচ করা খুব একটা কঠিন বিষয় নয়। এখন দেখার বিষয় এটাই যে, এই জল্পনা আদৌ বাস্তবে পরিণত হয় কি না। 

সেই ২০০৮ সালে, অর্থাৎ আইপিএল শুরুর সময় ১১ কোটি ১৬ লক্ষ ডলার তথা ভারতীয় মুদ্রায় প্রায় ১,০২৪ কোটি টাকার বিনিময়ে কেনা হয়েছিল আরসিবি-কে। যা সেই সময়ে দাঁড়িয়ে ছিল, দ্বিতীয় সর্বোচ্চ দামি একটি ফ্র্যাঞ্চাইজি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ T20: দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারত, ঘুরে দাঁড়াবে নিউজিল্যান্ড?
রোহিত ও কোহলি; টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোরাররা