LA 28 Olympic Games: লস অ্যাঞ্জেলেসে নয়, অলিম্পিক্সে ক্রিকেট হবে অন্য শহরে, ঠিক হয়ে গেল কেন্দ্র

Published : Apr 16, 2025, 04:22 PM ISTUpdated : Apr 16, 2025, 04:40 PM IST
cricket stadium

সংক্ষিপ্ত

2028 Summer Olympics: ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট খেলা হতে চলেছে। এ বিষয়ে আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে আইসিসি। অলিম্পিক্সে ক্রিকেট ফেরায় খুশি সব পক্ষ।

Cricket in 2028 Summer Olympics Los Angeles: ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (LA 2028 Olympics) ক্রিকেট প্রতিযোগিতার কেন্দ্র ঠিক হয়ে গেল। লস অ্যাঞ্জেলেসে হবে না ক্রিকেট প্রতিযোগিতা। ক্যালিফোর্নিয়া প্রদেশের দক্ষিণাংশের শহর পমোনার ফেয়ারগ্রাউন্ডসে হবে ক্রিকেট প্রতিযোগিতা। ২০২৮ সালের ১৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। এমনই ঘোষণা করেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স আয়োজক কমিটি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সারা বিশ্বে বিখ্যাত খেলা ক্রিকেট (টি-২০) ২০২৮ সালে অলিম্পিক্সে যুক্ত হয়েছে। ২০২৩ সালে সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৮ সালের অলিম্পিক্সে যুক্ত হবে ক্রিকেট। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রথমবার হতে চলেছে ক্রিকেট। পমোনার ফেয়ারগ্রাউন্ডসে প্রথমবার ক্রিকেট খেলা হতে চলেছে। সেখানে ক্রিকেটের জন্য অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে।’

১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট

আধুনিক অলিম্পিক্সের ইতিহাসে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ১৯০০ সালে। সেবার গ্রেট ব্রিটেন ও ফ্রান্স ক্রিকেট প্রতিযোগিতায় লড়াই করেছিল। এবার পুরুষ ও মহিলাদের বিভাগে ৬টি করে দল খেলবে। টি-২০ ফর্ম্যাটে খেলা হবে। তবে দলগুলিকে কীভাবে বাছাই করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আয়োজক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগ্যতা অর্জন করতে পারে। বাকি পাঁচটি দল বেছে নিতে হবে। আগামী বছর টি-২০ বিশ্বকাপ হতে চলেছে। তার আগেই হয়তো অলিম্পিক্সে ক্রিকেটের বাছাই পর্ব নিয়ে সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।

অলিম্পিক্সের প্রস্তুতিতে আইসিসি

২০২৮ সালে অলিম্পিক্সে ক্রিকেটের কেন্দ্র ঠিক হয়ে যাওয়ায় খুশি আইসিসি। এক বিবৃতিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের জন্য কেন্দ্র ঠিক করার ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। অলিম্পিক্সে আমাদের খেলার প্রত্যাবর্তনের ক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। যদিও ক্রিকেট ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় খেলা হয়ে উঠেছে, অলিম্পিক্সে দ্রুতগতির, উত্তেজক টি-২০ ফর্ম্যাট যুক্ত হলে চিরাচরিত গণ্ডি টপকে নতুন দর্শকদের আকর্ষণ করার সুযোগ পাওয়া যাবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম