বর্ষসেরা পুরুষ ও মহিলা টি-২০ দল ঘোষণা আইসিসি-র, আছেন বাংলার রিচা ঘোষ

২০২২-এর সেরা পুরুষ ও মহিলা টি-২০ দল ঘোষণা করল আইসিসি। পুরুষ ও মহিলা ক্রিকেটার মিলিয়ে এই দলে জায়গা পেয়েছেন ৭ জন ভারতীয়।

সোমবার ২০২২-এর বর্ষসেরা টি-২০ দল ঘোষণা করল আইসিসি। পুরুষদের পাশাপাশি মহিলা দলেও কয়েকজন ভারতীয় স্থান পেয়েছেন। বর্ষসেরা মহিলা দলে আছেন বাংলার উইকটকিপার-ব্যাটার রিচা ঘোষ। এছাড়া আছেন স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা ও রেণুকা সিং। পুরুষদের বর্ষসেরা টি-২০ দলে জায়গা পেলেন সূর্যকুমার যাদব, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। বেশ কিছুদিন ধরেই টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার। স্বাভাবিকভাবেই বর্ষসেরা টি-২০ দলে জায়গা পেয়েছেন সূর্যকুমার। গত বছরের মাঝামাঝি সময় পর্যন্ত একেবারেই ভালো ফর্মে ছিলেন না বিরাট। এশিয়া কাপে ফর্মে ফেরেন তিনি। তবে সেরা ফর্মে দেখা যায় টি-২০ বিশ্বকাপে। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে অসামান্য ইনিংস খেলে ভারতকে জেতান বিরাট। এরপর থেকে তিনি নিয়মিত ভালো ইনিংস খেলে চলেছেন। সেই কারণেই আইসিসি-র বর্ষসেরা টি-২০ দলে জায়গা পেলেন বিরাট। হার্দিক চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পর থেকেই ধারাবাহিকভাবে ব্যাটে-বলে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন হার্দিক। সেই কারণেই তিনিও বর্ষসেরা টি-২০ দলে আছেন। ভারতের মহিলা দল গত কয়েক বছর ধরে বেশ ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। স্মৃতি, রিচা, দীপ্তি, রেণুকা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন।

গত বছর টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রান করে অপরাজিত থাকেন এই তারকা ব্যাটার। এই ইনিংসকে নিজেই তাঁর জীবনের সেরা বলে উল্লেখ করেন বিরাট। টি-২০ বিশ্বকাপে তিনি ৪টি অর্ধশতরান করেন। বিরাটই সর্বাধিক রান স্কোরার হন। 

Latest Videos

গত বছর টি-২০ ফর্ম্যাটে ১,০০০-এর বেশি রান করেন সূর্যকুমার। দ্বিতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়েন তিনি। গত বছর আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর মোট রান ১,১৬৪। তিনি ২টি শতরান ও ৯টি অর্ধশতরান করেন। তাঁর স্ট্রাইক রেট ১৮৭.৪৩। টি-২০ বিশ্বকাপে ২৩৯ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই তিনি বছর শেষ করেন।

গত বছর ভারতের হয়ে টি-২০ ফর্ম্যাটে ৬০৭ রান করার পাশাপাশি ২০টি উইকেটও নেন হার্দিক। এই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তিনি। 

বর্ষসেরা পুরুষ টি-২০ দলে আছেন- জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), মহম্মদ রিজওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকন্দর রাজা, হার্দিক পান্ডিয়া, স্যাম কারান, ওয়ানিন্দু হাসারঙ্গা, হ্যারিস রউফ ও জশ লিটল।

বর্ষসেরা মহিলা টি-২০ দলে আছেন- সোফি ডিভাইন, স্মৃতি মন্ধানা, বেথ মুনি, অ্যাশ গার্ডনার, তাহিলা ম্যাকগ্র্য়াথ, নিদা দার, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), সোফি একক্লেস্টোন, ইনোকা রণবীরা ও রেণুকা সিং।

আরও পড়ুন-

পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রথা মেনে বিয়ে হয়ে গেল কে এল রাহুল-আথিয়া শেট্টির

মঙ্গলবার ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওডিআই ম্যাচ, হোয়াইটওয়াশের লক্ষ্যে রোহিতরা

মহিলাদের আইপিএল-এ ৫ দলের মালিকানা সংক্রান্ত নিলাম থেকে ৪,০০০ কোটি টাকা পেতে পারে বিসিসিআই

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সইফের উপর বাংলাদেশীর আক্রমনে মমতাকেই দুষলেন শুভেন্দু, দেখুন কী বলছেন তিনি
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Hooghly-তে, দেখুন
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News