সীমিত ওভারের ফর্ম্যাটে বর্তমান সময়ের অন্যতম সেরা, ফিঞ্চকে শুভেচ্ছা ক্রিকেটপ্রেমীদের
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবসর ঘোষণা করেন এই ক্রিকেটার। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের অবসর ঘোষণা
মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন অ্যারন ফিঞ্চ। ওডিআই থেকে আগেই সরে গিয়েছিলেন, এবার টি-২০ ফর্ম্যাট থেকেও বিদায় নিলেন এই তারকা।
টি-২০ ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স অ্যারন ফিঞ্চের
১০৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৩,১২০ রান করেছেন অ্যারন ফিঞ্চ। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৪.২৮। টি-২০ ম্যাচে জোড়া শতরান ও ১৯টি অর্ধশতরান করেছেন ফিঞ্চ।
আইপিএল-এ গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন অ্যারন ফিঞ্চ, তাঁকে শুভেচ্ছা জানিয়েছে কেকেআর
অ্যারন ফিঞ্চ অবসর ঘোষণার পর সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। লেখা হয়েছে, 'ফিঞ্চি, তোমার দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা রইল।'
ফিঞ্চের নেতৃত্বে ২০২১ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া
২০২১ সালের টি-২০ বিশ্বকাপ হয় সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।
২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই বিশ্বকাপও চ্যাম্পিয়ন হয়েছেন অ্যারন ফিঞ্চ
২০১৫ সালে পঞ্চমবারের জন্য ওডিআই বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেই দলের অন্যতম সদস্য ছিলেন অ্যারন ফিঞ্চ। ফাইনালেও তিনি ওপেন করেন।
সীমিত ওভারের ফর্ম্যাটেই বেশি খেলেছেন অ্যারন ফিঞ্চ, টেস্টে তিনি বেশি সুযোগ পাননি
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৬টি ওডিআই, ১০৩টি টি-২০ ম্যাচ খেলার সুযোগ পেলেও, মাত্র ৫টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান অ্যারন ফিঞ্চ। টেস্টে তাঁর শতরান নেই।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর অ্যারন ফিঞ্চকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া
অ্যারন ফিঞ্চ মঙ্গলবার অবসর ঘোষণা করার পর সোশ্যাল মিডিয়া পোস্টে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে লেখা হয়েছে, 'আমাদের বিশ্বকাপজয়ী, সবচেয়ে দীর্ঘ সময় পুরুষদের টি-২০ দলের অধিনায়ক থাকা অ্যারন ফিঞ্চ অসাধারণ কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ।'
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সর্বাধিক স্কোরের রেকর্ড অ্যারন ফিঞ্চের দখলে
২০১৮ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৭৬ বলে ১৭২ রান করেন অ্যারন ফিঞ্চ। এটাই আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সর্বাধিক স্কোর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যেতে চান অ্যারন ফিঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ব্রিটেনে দ্য হানড্রেড লিগে খেলা চালিয়ে যেতে চান অ্যারন ফিঞ্চ। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনই সরে যাচ্ছেন না তিনি।
আইপিএল, ওডিআই বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে অ্যারন ফিঞ্চকে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে অ্যারন ফিঞ্চকে। আইপিএল, ওডিআই বিশ্বকাপে তিনি ধারাভাষ্য দেবেন।