বিরাট কোহলি-রোহিত শর্মার মধ্যে কে এগিয়ে? যুক্তি দিয়ে ব্যাখ্যা পাক পেসারের

ভারতীয় ক্রিকেট দলের দুই সেরা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই দুই ব্যাটারই আন্তর্জাতিক স্তরে অসাধারণ সাফল্য পেয়েছেন। প্রায়ই তাঁদের মধ্যে তুলনা চলে। এ ব্যাপারে মতামত জানালেন পাকিস্তানের পেসার সোহেল খান।

Web Desk - ANB | Published : Feb 6, 2023 5:59 AM IST

110
ব্যাটার হিসেবে বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে কে এগিয়ে? ব্যাখ্যা পাক পেসার সোহেল খানের

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির চেয়ে ব্যাটার হিসেবে এগিয়ে রাখছেন পাকিস্তানের পেসার সোহেল খান। তিনি যুক্তি দিয়ে ব্যাখ্যাও করেছেন।

210
রোহিত শর্মার টেকনিক বিরাট কোহলির চেয়ে ভালো, দাবি পাকিস্তানি পেসার সোহেল খানের

একটি ইউটিউব চ্যানেলে সোহেল খান বলেছেন, 'বিরাট কোহলিকে আমি শ্রদ্ধা করি। কারণ, ও অনেক বড় ব্যাটার। কিন্তু বোলার হিসেবে আমার মনে হয় রোহিত শর্মা অনেক এগিয়ে। ওর টেকনিক অসাধারণ। ও যেভাবে শট খেলে তাতে মনে হয় হাতে প্রচুর সময় আছে।'

310
বিরাট কোহলি ফিটনেসে এগিয়ে, ব্যাটিং দক্ষতার সাহায্যে রান করেন রোহিত শর্মা, মত সোহেল খানের

সোহেল খান বলেছেন, 'বিরাট কোহলি ব্যাট ও দৌড়ের সাহায্যে রান করে। রোহিত শর্মা রান করে ব্যাট দিয়ে। ছুটে এক রান নেওয়ার পরেই আরও রান নেওয়ার চেষ্টা করে বিরাট। রোহিত সেই চেষ্টাই করে না।'

410
আন্তর্জাতিক ক্রিকেটে রান সংখ্যা ও গড়ে রোহিত শর্মার চেয়ে এগিয়ে বিরাট কোহলি

টেস্ট, ওডিআই, টি-২০, ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই রোহিত শর্মার চেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিংয়ের গড়ও রোহিতের চেয়ে ভালো।

510
ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই শতরান করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, এগিয়ে বিরাট

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির শতরানের সংখ্যা ৭৪। সেখানে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৪২টি শতরান করেছেন।

610
ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত দ্বিশতরান পাননি বিরাট কোহলি, এগিয়ে রোহিত শর্মা

ওডিআই ফর্ম্যাটে রোহিত শর্মার সর্বাধিক স্কোর ২৬৪। এটাই ওডিআই ফর্ম্যাটে এক ইনিংসে কোনও ব্যাটারের সবচেয়ে বেশি রান। বিরাট কোহলি এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরান করতে পারেননি।

710
টেস্ট ম্যাচে রোহিত শর্মার চেয়ে বেশি রান, শতরান ও ব্যাটিং গড় বিরাট কোহলির

টেস্ট ম্যাচে এক ইনিংসে বিরাট কোহলির সর্বাধিক স্কোর অপরাজিত ২৫৪। সেখানে টেস্টে রোহিত শর্মার সর্বাধিক স্কোর ২১২। টেস্টে ২৭টি শতরান করেছেন বিরাট, রোহিতের শতরান ৮টি। বিরাটের গড় ৪৮.৯০ এবং রোহিতের গড় ৪৬.১৩।

810
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে শতরানের হিসেবে বিরাট কোহলির চেয়ে এগিয়ে রোহিত শর্মা

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রোহিত শর্মার শতরানের সংখ্যা ৪। সেখানে বিরাট কোহলি এখনও পর্যন্ত মাত্র একটি শতরান করতে পেরেছেন।

910
ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি

বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে রান করা নিয়ে যত প্রতিযোগিতা চলছে, তাতে ভারতীয় দলই লাভবান হচ্ছে। এই দুই ব্যাটার রান করলে ভারতের ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়।

1010
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্ট ম্যাচের সিরিজের জন্য তৈরি হচ্ছেন বিরাট-রোহিত

বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বিরাট কোহলি ও রোহিত শর্মা এখন এই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos