মহিলাদের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান, ভারতের ভরসা হারলিন

কয়েকদিন পরেই দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। সদ্য অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের উপর প্রত্যাশার চাপ বেড়ে গিয়েছে। প্রথম ম্যাচেই ভারত-পাকিস্তান লড়াই।

Web Desk - ANB | Published : Feb 4, 2023 2:06 AM IST

110
মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা অলরাউন্ডার হারলিন দেওল

ঘরোয়া ক্রিকেটে হিমাচল প্রদেশের হয়ে খেলা ২৪ বছর বয়সি অলরাউন্ডার হারলিন দেওল গত ৪ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন। এবারের টি-২০ বিশ্বকাপেও ভারতীয় দলের অন্যতম ভরসা হারলিন।

210
ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-স্পিন বোলিংও করেন হারলিন, তিনি সীমিত ওভারের ক্রিকেটে বেশ সফল

ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি হারলিন। তিনি সীমিত ওভারের ক্রিকেটই খেলছেন। ওডিআই, টি-২০ ম্যাচে তিনি বেশ সফল।

310
টি-২০ বিশ্বকাপের আগে হারলিনের ভালো ফর্ম ভারতীয় দলকে ভরসা জোগাচ্ছে

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় টি-২০ সিরিজে বেশ ভালো ফর্মে ছিলেন হারলিন। ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতীয় দল হেরে গেলেও, ৪৬ রান করেন হারলিন। তিনি টি-২০ বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা দলের।

410
১২ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই ভারতের

১০ ফেব্রুয়ারি শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ। ১২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টায় শুরু ম্যাচ।

510
টি-২০ বিশ্বকাপে গ্রুপ বি-তে ভারতের সঙ্গে পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড

টি-২০ বিশ্বকাপে ১০টি দলকে গ্রুপ এ ও গ্রুপ বি-তে ভাগ করা হয়েছে। ভারতীয় দল আছে গ্রুপ বি-তে। প্রতিটি গ্রুপ থেকে সেরা ২ দল যাবে সেমি ফাইনালে।

610
১৫ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ

১২ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পর ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারতীয় দল।

710
টি-২০ বিশ্বকাপে ১৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড, ২০ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত

টি-২০ বিশ্বকাপে গ্রুপ বি-তে নিজেদের শেষ ২ ম্যাচে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। গ্রুপের শীর্ষে থেকেই সেমি ফাইনালের যোগ্যতা অর্জন করা ভারতের প্রাথমিক লক্ষ্য।

810
টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, ফাইনাল ২৬ ফেব্রুয়ারি

ভারতীয় দল যদি টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছতে পারে, তাহলে ২৩ ফেব্রুয়ারি প্রথম সেমি ফাইনাল বা ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ খেলবে। ফাইনাল ম্যাচ হবে ২৬ ফেব্রুয়ারি।

910
এখনও পর্যন্ত ভারতের হয়ে ৬টি ওডিআই, ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন হারলিন

২০১৯-এর ২২ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলেন হারলিন। সে বছরেরই ৪ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন এই অলরাউন্ডার।

1010
এবার দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ খেলছেন চণ্ডীগড়ের হারলিন, চ্যাম্পিয়ন হওয়াই তাঁর লক্ষ্য

তানিয়া ভাটিয়ার পর চণ্ডীগড়ের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন হারলিন। ২০২০ সালের টি-২০ বিশ্বকাপেও ভারতীয় দলে ছিলেন তিনি। এবার দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ খেলবেন এই অলরাউন্ডার। ভারতীয় দলকে মহিলাদের সিনিয়র পর্যায়ে প্রথমবার বিশ্বকাপ জেতানোই হারলিনের লক্ষ্য।

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos