Suicide Case: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, যোগীন্দর শর্মার বিরুদ্ধে মামলা

নভজ্যোত সিং সিধু-সহ একাধিক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এবার যোগীন্দর শর্মার বিরুদ্ধেও মামলা দায়ের হল।

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যোগীন্দর শর্মার বিরুদ্ধে হরিয়ানার হিসারের বাসিন্দা এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। যোগীন্দর-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১ জানুয়ারি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। তাঁর সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এই বিবাদে জড়িয়ে পড়েন যোগীন্দর। তিনি চাপ সৃষ্টি করছিলেন বলে অভিযোগ উঠেছে। যোগীন্দর এখন হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। যোগীন্দর অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ‘আমি এই মামলার বিষয়ে কিছু জানি না। যে ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে, আমি তাঁকে চিনতাম না। তাঁর সঙ্গে কোনওদিন আমার দেখাও হয়নি।’

সম্পত্তি বিবাদের জেরে আত্মহত্যার অভিযোগ

Latest Videos

হরিয়ানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারি আত্মহত্যা করেন পবন নামে এক ব্যক্তি। পরদিন তাঁর মা সুনীতা অভিযোগ করেন, আদালতে সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলা চলছে। এরই মধ্যে যোগীন্দর-সহ ৬ জন পবনকে হেনস্থা করছিলেন বলে অভিযোগ তাঁর মায়ের। তাঁর অভিযোগ, যোগীন্দররা চাপ সৃষ্টি করার ফলেই আত্মহত্যা করেন পবন। তাঁর দেহ নিয়ে পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, তফশিলি জাতি ও উপজাতির মানুষের উপর অত্যাচার রোখার জন্য যে আইন রয়েছে, সেই আইনের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, পবনের পরিবারকে আর্থিক সহায়তা-সহ ৬টি দাবি জানানো হয়েছে।

তদন্ত শুরু করেছে পুলিশ

হরিয়ানার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, যোগীন্দর ছাড়াও অজয়বীর, ঈশ্বর, প্রেম, রাজেন্দ্র ও সিহাগ নামে ৫ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পরেই তফশিলি জাতি ও উপজাতির মানুষের উপর অত্যাচারের ধারা যুক্ত করা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Smriti Mandhana: স্মৃতি মন্ধানার নজির, প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারত

ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে সহজ গ্রুপ, স্বস্তিতে ভারতীয় দল

ICC Men's T20 World Cup: জল্পনার অবসান, ৯ জুনই নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury