অভিমন্যু ঈশ্বরণের দুরন্ত সেঞ্চুরি, দলীপ ট্রফিতে জোরদার লড়াই ইন্ডিয়া বি-র

ইন্ডিয়া-বি শুরুতেই ধাক্কা খায়। একটা সময় পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১০০ রান তোলে তারা।

Subhankar Das | Published : Sep 20, 2024 9:11 PM IST

দলীপ ট্রফিতে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ইন্ডিয়া ডি-র বিপক্ষে লড়াই করছে ইন্ডিয়া বি। ইন্ডিয়া ডি-র প্রথম ইনিংসের ৩৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ছয় উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে ইন্ডিয়া-বি। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের (১১৬) সেঞ্চুরিতেই ভরসা খুঁজে পাচ্ছে দল। বাকি ব্যাটাররা ব্যর্থ। ওয়াশিংটন সুন্দর (৩৯), রাহুল চাহার (০) ক্রিজে রয়েছেন। অর্শদীপ সিং তিন উইকেট পেয়েছেন। বর্তমানে ১৩৯ রানে পিছিয়ে ইন্ডিয়া বি। এর আগে, মালয়ালি তারকা সঞ্জু স্যামসনের (১০১ বলে ১০৬) সেঞ্চুরির সুবাদেই ৩৪৯ রান তোলে ইন্ডিয়া ডি।

জবাবি ব্যাট করতে নেমে ইন্ডিয়া-বি শুরুতেই ধাক্কা খায়। এক পর্যায়ে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১০০ রানে। এন জগদীশ (১৩) শুরুতেই আদিত্য ঠাকরের বলে বোল্ড হন। ১৬ রান করা সুয়েজ প্রভুদেশাই, সৌরভ কুমারের বলে বোল্ড হন। যুব তারকা মুশীর খান (৫) অর্শদীপ সিংয়ের বলে বোল্ড হন। রেড বল ক্রিকেটে ফিরে আসা সূর্যকুমার যাদব (৫) ব্যর্থ। অর্শদীপই পান উইকেট। নীতিশ কুমার রেড্ডিকে (০) সঞ্জুর হাতে ক্যাচ দিলে অর্শদীপের উইকেট সংখ্যা হয় তিন। 

Latest Videos

এরপর অভিমন্যু - সুন্দর জুটি ১০৫ রান জুড়ে। যা দলকে ধস থেকে রক্ষা করে। তবে খেলার শেষভাগে অভিমন্যুকে ফিরিয়ে দেন ঠাকরে। একটি ছক্কা এবং ১৩টি চার ছিল অভিমন্যুর ইনিংসে। এর আগে প্রথম দিন ৩০৬-৫ স্কোরে ক্রিজ ছাড়ে ইন্ডিয়া-ডি। দ্বিতীয় দিন শুরুতেই সঞ্জুর সাথে লড়াই করা সারাংশ জৈনের (২৬) উইকেট হারায় দল। এরপর নিজের একাদশ প্রথম শ্রেণির সেঞ্চুরি পূর্ণ করে সঞ্জু (১০৬) আউট হলে প্রথম ইনিংসে ৩৪৯ রানে থামে ইন্ডিয়া ডি। ইন্ডিয়া বি-র হয়ে নবদীপ সাইনি পান পাঁচ উইকেট।

অন্যদিকে আরেকটি ম্যাচে ইন্ডিয়া-এ-র প্রথম ইনিংসের ২৯৭ রানের জবাবে ইন্ডিয়া সি সাত উইকেট হারিয়ে ২১৬ রান তুলেছে। ৮২ রান করা অভিষেক পোড়েলই ইন্ডিয়া সি-কে ধস থেকে রক্ষা করেন। ঋতুরাজ গায়কোয়াড় (১৭), সাই সুদর্শন (১৭), রজত পাটিদার (০), ইশান কিষাণ (৫), বাবা ইন্দ্রজিৎ (৩৪) ব্যর্থ। এর আগে, শুভমান গিলের (১২৪) ইনিংসে ভর করেই ভালো স্কোর করে ইন্ডিয়া এ। তিলক ভার্মা (৫), রিয়ান পরাগ (২) ব্যর্থ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল
কলকাতার বড় পুজো নেই! চাঁদমালা ও প্রতিমা সজ্জার শিল্পীদের বড় ধাক্কা! দেখুন | Durga Puja 2024
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News