'ভারতকে বাচ্চা ছেলেদের পাঠাতে বলিনি,' বিতর্কিত মন্তব্য মহম্মদ হ্যারিসের

টুর্নামেন্টের নাম ইমার্জিং টিমস এশিয়া কাপ হলেও, একাধিক সিনিয়র ক্রিকেটারকে নিয়ে দল গঠন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন করে সেই বিতর্ক উস্কে দিলেন মহম্মদ হ্যারিস।

ইমার্জিং টিমস এশিয়া কাপ নামের সঙ্গে সঙ্গতি বজায় রেখে তরুণ ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই এমন ক্রিকেটারদের নিয়েই দল গঠন করেছিল বিসিসিআই। কিন্তু পাকিস্তান দলে ছিলেন মহম্মদ হ্যারিস, মহম্মদ ওয়াসিম জুনিয়রের মতো ক্রিকেটাররা। গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিলেও, ফাইনালে ১২৮ রানে হেরে যায় ভারতীয় এ দল। এরপরেই পাকিস্তান দলে সিনিয়র ক্রিকেটারদের থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়। সময়ের সঙ্গে সেই বিতর্ক ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু নিজে থেকেই নতুন করে বিতর্ক উস্কে দিলেন সেই টুর্নামেন্টে পাকিস্তানের অধিনায়ক হ্যারিস। ভারতীয় দল সম্পর্কে তাঁর বিতর্কিত মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া। হ্যারিসকে তুলোধনা করছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।

পাকিস্তান শাহিনস দলে ছিলেন হ্যারিস, ওয়াসিম-সহ ৮ জন আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়। অন্যদিকে, ভারতীয় দলে ছিলেন যশ ধূল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, রাজবর্ধন হাঙ্গারগেকরের মতো ক্রিকেটার। ফলে অনেকেই বলছেন, পাকিস্তান অন্যায়ভাবে সিনিয়র ক্রিকেটারদের খেলিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এ প্রসঙ্গে হ্যারিস বলেছেন, ‘আমরা কি ভারতীয় বোর্ডকে এই টুর্নামেন্টে বাচ্চাদের পাঠাতে বলেছিলাম? আমাদের দলে এমন ক্রিকেটার ছিল যারা সিনিয়র দলের হয়ে অল্প কয়েকটি ম্যাচ খেলেছে। কিন্তু ভারতীয় দলে দেখুন, বেশিরভাগ ক্রিকেটারই ২০০টির মতো আইপিএল ম্যাচ খেলেছে। ওরা বলছে, আমাদের দলে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার ছিল। আমরা কতগুলি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি? সাইম (আয়ুব) ৫টি ম্যাচ খেলেছে, আমি ৬টি ম্যাচ খেলেছি। ভারতের ক্রিকেটাররা ২৬০টি আইপিএল ম্যাচ খেলেছে।’

Latest Videos

হ্যারিসের এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় এ দলে যাঁরা ছিলেন, তাঁরা সবাই মিলেও ২০০টি আইপিএল ম্যাচ খেলেননি। তাছাড়া কোনও ক্রিকেটারেরই বয়স বেশি নয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্যই এই টুর্নামেন্ট আয়োজন করেছে। সেখানে একটু বেশি বয়সি ও অভিজ্ঞ ক্রিকেটারদের সুযোগ দিয়ে আখেরে কোনও লাভ হয় না। অথচ পাকিস্তান ঠিক সেটাই করেছে। সাইম ৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তাইয়িব তাহির ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। শাহনওয়াজ দাহানি ২টি ওডিআই ও ১১টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২৭ বছর বয়সি আমির জামাল ২টি টি-২০ ম্যাচ খেলেছেন। আর্শাদ ইকবাল ১টি টি-২০ ম্যাচ খেলেছেন। হ্যারিস, ওয়াসিম আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাম। ফলে হ্যারিস যে অনভিজ্ঞতার দাবি করছেন, সেটা ধোপে টিকছে না। অভিজ্ঞতা নেই ভারতীয় এ দলের ক্রিকেটারদের। সে কথা অস্বীকার করছেন হ্যারিস

আরও পড়ুন-

বাবর আজমদের ভারতে ওডিআই বিশ্বকাপে খেলতে আসার অনুমতি দিল পাকিস্তান সরকার

রুদ্ধশ্বাস ম্যাচে ফের হার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ০-২ পিছিয়ে ভারত

Harleen Deol : আগামী মাসে এশিয়ান গেমস, বিরাট কোহলির অনুকরণে জিমে কসরত হারলিন দেওলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গোপন অভিযানে ফের সাফল্য! Ranaghat পুলিশের কবলে Bangladeshi অনুপ্রবেশকারী | Bangladesh Immigrants
শুভেন্দুর বাবাকে চরম অপমান তৃণমূল বিধায়কের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন Suvendu Adhikari
'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব? Deepak Adhikari
বাবার অপমানে এ কী বললেন শুভেন্দু? #shorts #suvenduadhikari #tmcvsbjp
Suvendu Adhikari Live : বাংলাদেশকে ঠুকলেন, মহিষাদলে বিস্ফোরক শুভেন্দু | Bangladesh | Bangla News