এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫: সুপার ওভারে বাংলাদেশের কাছে হার ভারতীয় এ দলের

Published : Nov 21, 2025, 07:14 PM IST
Vaibhav Suryavanshi

সংক্ষিপ্ত

ACC Men's Asia Cup Rising Stars 2025: কিছুদিন আগেই পূুরুষদের সিনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। কিন্তু এবার এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারল না ভারতীয় এ দল।

DID YOU KNOW ?
ব্যর্থ টিম ম্যানেজমেন্ট
শুক্রবার এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ সেমি-ফাইনালে বাংলাদেশ এ দলের কাছে ভারতীয় এ দলের হারের জন্য দায়ী টিম ম্যানেজমেন্ট।

Bangladesh A vs India A: নিজের পায়ে কুড়ুল মারার আদর্শ উদাহরণ হয়ে থাকতে পারে শুক্রবারের ভারতীয় এ বনাম বাংলাদেশ এ দলের ম্যাচ। টিম ম্যানেজমেন্টের আজব সিদ্ধান্তে সুপার ওভারে ম্যাচ হেরে গেল ভারতীয় এ দল। ফলে এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর (ACC Men's Asia Cup Rising Stars 2025) সেমি-ফাইনাল থেকেই বিদায় নিতে হল ভারতীয় এ দলকে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma)। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ এ দল ৬ উইকেটে ১৯৪ রান করে। জবাবে ভারতীয় এ দলও ৬ উইকেটে ১৯৪ রান করে। কিন্তু সুপার ওভারে জয় পেল বাংলাদেশ এ দল।

সুপার ওভারে এ কী হল!

ভারতীয় এ দলের ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ও প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন। বাংলাদেশ এ দলের বিরুদ্ধে এই ম্যাচেও তাঁরা ভালো ব্যাটিং করেন। বৈভব ১৫ বলে ৩৮ এবং প্রিয়াংশ ২৩ বলে ৪৪ রান করেন। কিন্তু তাঁদের সুপার ওভারে ব্যাটিং করার সুযোগ দেওয়া হল না। জিতেশের সঙ্গে ওপেন করতে যান রমনদীপ সিং (Ramandeep Singh)। বাংলাদেশ এ দলের হয়ে বোলিং করতে যান রিপন মণ্ডল (Ripon Mondol)। তাঁর প্রথম বলেই বোল্ড হয়ে যান জিতেশ। এরপর ব্যাটিং করতে যান আশুতোষ শর্মা (Ashutosh Sharma)। তিনিও প্রথম বলেই বোল্ড হয়ে যান। তখনই ভারতীয় এ দলের লড়াই শেষ হয়ে যায়। তবে তারপরেও লড়াই করেন সূযশ শর্মা (Suyash Sharma)। তিনি প্রথম বলে ইয়াসির আলিকে (Yasir Ali) আউট করে দেন। কিন্তু পরের বল ওয়াইড হওয়ায় জয় পায় বাংলাদেশ এ দল।

নাটকীয় ম্যাচ

ম্যাচের নির্ধারিত সময়ে শেষ বলে ৩ রান করেন হর্ষ দুবে (Harsh Dubey)। ফলে ম্যাচ টাই হয়ে যায়। কিন্তু তারপর সুপার ওভারে যে ভারতের টিম ম্যানেজমেন্ট হঠকারিতা করবে, তা কেউই ভাবতে পারেননি। কিন্তু ঠিক সেটাই হল। বাংলাদেশ এ দলের হাতে কার্যত ম্যাচ তুলে দিল ভারতীয় এ দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ প্রথম সেমি-ফাইনাল।
শুক্রবার এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশ এ দলের কাছে হার ভারতীয় এ দলের।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম