এসিসি মেনস টি-২০ ইমার্জিং টিমস এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান এ দলের বিরুদ্ধে জয় পেল ভারতীয় এ দল। দারুণ লড়াই করে জয় পেলেন তিলক ভার্মারা।
এসিসি মেনস টি-২০ ইমার্জিং টিমস এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান এ দলকে ৭ রানে হারিয়ে দিল ভারতীয় এ দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক তিলক ভার্মা। ভারতীয় এ দল ৮ উইকেটে ১৮৩ রান করে। ইনিংসের শুরুটা ভালোভাবে করেন দুই ওপেনার অভিষেক শর্মা (৩৫) ও প্রভসিমরন সিং (৩৬)। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে সর্বাধিক ৪৪ রান করেন তিলক। নেহাল ওয়াধেরা করেন ২৫ রান। আয়ুষ বাদোনি (২) অবশ্য ব্যর্থ হন। রমনদীপ সিং করেন ১৭ রান। বড় টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৭৬ রান করেই থেমে যায় পাকিস্তান এ দল। সর্বাধিক ৪১ রান করেন আরাফত মিনহাস। ওপেনার ইয়াসির খান করেন ৩৩ রান। ভারতীয় এ দলের হয়ে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন অংশুল কম্বোজ। ১৫ রান দিয়ে ২ উইকেট নেন নিশান্ত সিন্ধু। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন রাসিক দার সালাম।
অধিনায়ক হিসেবে সাফল্য তিলকের
আইপিএল-এ ভালো পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়েন তিলক। এবার ভারতীয় এ দলের অধিনায়ক হিসেবেও সাফল্য পেলেন তিলক। পাকিস্তান এ দলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতালেন তিলক। গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তান ছাড়াও আছে সংযুক্ত আরব আমিরশাহি, ওমান। ফলে ভারতীয় এ দলের গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত।
সোমবার দ্বিতীয় ম্যাচ ভারতের
সোমবার দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হচ্ছে ভারতীয় এ দল। এরপর বুধবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে খেলবে ভারত। গ্রুপের শীর্ষে থাকলে ২৫ অক্টোবর সেমি-ফাইনাল খেলবেন তিলকরা। ২৭ অক্টোবর ফাইনাল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রবিবার কেমন থাকবে বেঙ্গালুরুর আবহাওয়া? নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচাতে পারবে ভারত?
সরফরাজ-ঋষভের লড়াই সত্ত্বেও মাত্র ১০৬ রানের লিড, হারের আশঙ্কায় ভারত
'সরফরাজ ধোঁকা নেহি দিয়া,' চিন্নাস্বামীতে চমকপ্রদ শতরানে দেশের নায়ক মুম্বই ময়দানের তারকা