টি-২০ ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু ভারতের

এসিসি মেনস টি-২০ ইমার্জিং টিমস এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান এ দলের বিরুদ্ধে জয় পেল ভারতীয় এ দল। দারুণ লড়াই করে জয় পেলেন তিলক ভার্মারা।

এসিসি মেনস টি-২০ ইমার্জিং টিমস এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান এ দলকে ৭ রানে হারিয়ে দিল ভারতীয় এ দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক তিলক ভার্মা। ভারতীয় এ দল ৮ উইকেটে ১৮৩ রান করে। ইনিংসের শুরুটা ভালোভাবে করেন দুই ওপেনার অভিষেক শর্মা (৩৫) ও প্রভসিমরন সিং (৩৬)। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে সর্বাধিক ৪৪ রান করেন তিলক। নেহাল ওয়াধেরা করেন ২৫ রান। আয়ুষ বাদোনি (২) অবশ্য ব্যর্থ হন। রমনদীপ সিং করেন ১৭ রান। বড় টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৭৬ রান করেই থেমে যায় পাকিস্তান এ দল। সর্বাধিক ৪১ রান করেন আরাফত মিনহাস। ওপেনার ইয়াসির খান করেন ৩৩ রান। ভারতীয় এ দলের হয়ে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন অংশুল কম্বোজ। ১৫ রান দিয়ে ২ উইকেট নেন নিশান্ত সিন্ধু। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন রাসিক দার সালাম।

অধিনায়ক হিসেবে সাফল্য তিলকের

Latest Videos

আইপিএল-এ ভালো পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়েন তিলক। এবার ভারতীয় এ দলের অধিনায়ক হিসেবেও সাফল্য পেলেন তিলক। পাকিস্তান এ দলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতালেন তিলক। গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তান ছাড়াও আছে সংযুক্ত আরব আমিরশাহি, ওমান। ফলে ভারতীয় এ দলের গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত।

সোমবার দ্বিতীয় ম্যাচ ভারতের

সোমবার দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হচ্ছে ভারতীয় এ দল। এরপর বুধবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে খেলবে ভারত। গ্রুপের শীর্ষে থাকলে ২৫ অক্টোবর সেমি-ফাইনাল খেলবেন তিলকরা। ২৭ অক্টোবর ফাইনাল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রবিবার কেমন থাকবে বেঙ্গালুরুর আবহাওয়া? নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচাতে পারবে ভারত?

সরফরাজ-ঋষভের লড়াই সত্ত্বেও মাত্র ১০৬ রানের লিড, হারের আশঙ্কায় ভারত

'সরফরাজ ধোঁকা নেহি দিয়া,' চিন্নাস্বামীতে চমকপ্রদ শতরানে দেশের নায়ক মুম্বই ময়দানের তারকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
'ভারতকে এতটাও Underestimate করা ঠিক না' বাংলাদেশকে চরম হুঁশিয়ারি Mithun Chakraborty-র
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury