সরফরাজ-ঋষভের লড়াই সত্ত্বেও মাত্র ১০৬ রানের লিড, হারের আশঙ্কায় ভারত

বেঙ্গালুরু টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের ব্যাটাররা। কিন্তু তারপরেও হয়তো হার এড়ানো যাচ্ছে না।

Soumya Gangully | Published : Oct 19, 2024 11:33 AM IST / Updated: Oct 19 2024, 05:56 PM IST

বেঙ্গালুরু টেস্ট ম্যাচ জেতার জন্য নিউজিল্যান্ডের দরকার মাত্র ১০৭ রান। রবিবার পঞ্চম দিন যদি বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন না ঘটে, তাহলে এই রান তুলে ম্যাচ জেতা হয়তো খুব একটা কঠিন হবে না। তবে যদি বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটে এবং ভারতের প্রথম ইনিংসে ম্যাট হেনরি, উইলিয়াম ও'রুরকিরা যেমন ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন, নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে যদি জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা একইরকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তাহলে ভারতীয় দল অবিশ্বাস্য জয় তুলে নিতে পারে। যদিও সেরকম কিছু হবে কি না এখনই বলা সম্ভব নয়। তবে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে যেভাবে লড়াই করলেন ভারতের ব্যাটাররা, তার প্রশংসায় ক্রিকেট মহল।

দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান ভারতের

Latest Videos

সরফরাজ খান ও ঋষভ পন্থের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করল ভারতীয় দল। ১৯৫ বলে ১৫০ রান করেন সরফরাজ। তিনি টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করলেন। এই ব্যাটার যদি আরও কিছুক্ষণ ক্রিজে থাকতে পারতেন, তাহলে ভারতীয় দলের রান বাড়ত। সেক্ষেত্রে দল আরও ভালো জায়গায় থাকতে পারত। ১০৫ বলে ৯৯ রান করে আউট হয়ে যান ঋষভ। শনিবার ৭০ রান করেন বিরাট কোহলি। ৫২ রান করেন রোহিত শর্মা। ৩৫ রান করেন যশস্বী জয়সোয়াল। শনিবার গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থ হলেন কে এল রাহুল (১২), রবীন্দ্র জাডেজা (৫), রবিচন্দ্রন অশ্বিন (১৫)। ৬ রান করে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। রান পাননি বুমরা (০) ও সিরাজ (০)।

বৃষ্টির জন্য আগেই শেষ খেলা

শনিবার দ্বিতীয় ইনিংসে ৪ বল হওয়ার পরেই প্যাভিলিয়নে ফিরে যেতে বাধ্য হন নিউজিল্যান্ডের ওপেনার টম ল্যাথাম (০) ও ডেভন কনওয়ে (০)। পঞ্চম দিন ভারতীয় দলের সহায়ক হতে পারে বৃষ্টি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টেস্টে ৯,০০০ রান করার পর আউট বিরাট কোহলি, বেঙ্গালুরু টেস্টে চাপে ভারত

ডিফেন্সিভ শট খেলতে গিয়ে প্লেড অন, বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে আউট হয়ে হতাশ রোহিত, ভাইরাল ভিডিও

'সরফরাজ ধোঁকা নেহি দিয়া,' চিন্নাস্বামীতে চমকপ্রদ শতরানে দেশের নায়ক মুম্বই ময়দানের তারকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে বারণ করেছে মমতা' কেন! ফাঁস করলেন শুভেন্দু | Suvendu Adhikari
অপূর্ব ভাবনার সঙ্গে ৫০-এ পা শ্রীকলোনি মৈনাক ক্লাবের! শিল্পীদের ছোঁয়ায় এবারের থিম ‘কালীক্ষেত্র মৈনাক’
এক বছর ধরে স্বপ্নাদেশ দিচ্ছিলেন, আজ পুকুর থেকে উঠে এলেন মা কালী! | Kali Puja 2024 | Katwa News Today
'জাগুন আপনারা! ওরা বাড়ছে, আমরা কমছি' মা কালীর কাছে কি চাইলেন শুভেন্দু! তোলপাড়! | Suvendu Adhikari
এক মূর্তিতেই কৃষ্ণের বাঁশি ও কালীর খড়্গ! জানুন Nadia-র সেন পাড়ার কৃষ্ণকালী মাতার গল্প | Kali Puja