রবিবার কেমন থাকবে বেঙ্গালুরুর আবহাওয়া? নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচাতে পারবে ভারত?

Published : Oct 19, 2024, 06:41 PM ISTUpdated : Oct 19, 2024, 07:47 PM IST
Chinnaswamy Stadium

সংক্ষিপ্ত

বেঙ্গালুরু টেস্ট ম্যাচে প্রথম ও চতুর্থ দিন হানা দিয়েছে বৃষ্টি। রবিবার ম্যাচের পঞ্চম দিন। এদিনও যদি বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটে, তাহলে ভারতীয় দলের সুবিধা হতে পারে।

ভারতীয় দল খুশি হবে না হতাশ হবে বলা কঠিন, তবে রবিবার বেঙ্গালুরু টেস্ট ম্যাচের পঞ্চম দিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া বিভাগ। শনিবার চতুর্থ দিন কম আলো এবং বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ের আগেই খেলা শেষ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। এর আগেও বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গিয়েছিল। সবমিলিয়ে শনিবার প্রায় দেড় ঘণ্টা খেলা সম্ভব হয়নি। রবিবার পঞ্চম দিনেও বৃষ্টির জন্য খেলা বিঘ্নিত হতে চলেছে। আবহাওয়ার পূর্বাভাস মিলে গেলে রবিবার পুরো সময় খেলা সম্ভব হবে না। রবিবার সকালে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের আকাশ মেঘে ঢাকা থাকতে পারে। রবিবার দুপুর একটা নাগাদ বৃষ্টি শুরু হতে পারে। রবিবার রাত পর্যন্ত বৃষ্টি হতে পারে। ফলে দিনের প্রথম সেশনেই যদি ম্যাচের নিষ্পত্তি না হয়ে যায়, তাহলে ড্র হওয়ার সম্ভাবনা বেশি।

রবিবার কাজে লাগবে চিন্নাস্বামীর নিকাশি ব্যবস্থা?

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা দেশের অন্যতম সেরা। এই মাঠে সাব এয়ার সিস্টেম আছে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বৃষ্টি থেমে যাওয়ার পর ১৫ মিনিটের মধ্যে আউটফিল্ড খেলা শুরু হওয়ার উপযোগী করে তোলা সম্ভব। যত ভারী বৃষ্টিই হোক না কেন, আউটফিল্ড শুকনো করে তুলতে সমস্যা হয় না।  ২০১৭ সালে সাব এয়ার সিস্টেম চালু করা হয়। এই উন্নত ব্যবস্থার মাধ্যমে মাঠ থেকে প্রতি মিনিটে ১০,০০০ লিটার জল সরিয়ে ফেলা সম্ভব। কিন্তু বৃষ্টি থামলে তারপরেই এই প্রযুক্তি কাজ করবে। যদি বৃষ্টি চলতে থাকে, তাহলে নিকাশি ব্যবস্থা কাজ করবে না।

ড্র হলেও ভারতের লাভ

রবিবার জয় পেতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে মাত্র ১০৭ রান। ফলে ভারতের জয়ের সম্ভাবনা কম। এই কারণে বৃষ্টির জন্য যদি ম্যাচ ড্র হয়ে যায়, তাহলে ভারতীয় শিবিরের অখুশি হওয়ার কোনও কারণ নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সরফরাজ-ঋষভের লড়াই সত্ত্বেও মাত্র ১০৬ রানের লিড, হারের আশঙ্কায় ভারত

বেঙ্গালুরু টেস্টে ৯৯ রানে আউট, সৌরভ-ধোনির সঙ্গে একই সারিতে ঋষভ পন্থ

'সরফরাজ ধোঁকা নেহি দিয়া,' চিন্নাস্বামীতে চমকপ্রদ শতরানে দেশের নায়ক মুম্বই ময়দানের তারকা

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড