অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫: পাকিস্তানের বিরুদ্ধে ২৪০ রানে অলআউট ভারতীয় দল

Published : Dec 14, 2025, 03:22 PM ISTUpdated : Dec 14, 2025, 03:31 PM IST
Ayush Mhatre

সংক্ষিপ্ত

2025 ACC Under-19 Asia Cup: কয়েক মাস আগেই সিনিয়র পর্যায়ে পুরুষদের এশিয়া কাপ (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হয়েছে। এবার পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়াই চালাচ্ছে ভারতীয় দল।

DID YOU KNOW ?
অ্যারন জর্জের চমক
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার অ্যারন জর্জ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন।

India U19 vs Pakistan U19: পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (2025 ACC Under-19 Asia Cup) পাকিস্তানের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। অসাধারণ ব্যাটিং করলেন কেরলে (Kerala) জন্মানো হায়দরাবাদের (Hyderabad) তরুণ ব্যাটার অ্যারন জর্জ (Aaron George)। তিনি ৮৮ বল খেলে ৮৫ রান করেন। এই তরুণ ব্যাটারের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ূষ মাত্রেও (Ayush Mhatre) ভালো ব্যাটিং করেন। তিনি ওপেন করতে নেমে ২৫ বল খেলে ৩৮ রান করেন। তিনি চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। কনিষ্ক চৌহানও (Kanishk Chouhan) ভালো ইনিংস খেলেন। তিনি ৪৬ বল খেলে ৪৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডুও (Abhigyan Kundu) ভালো ব্যাটিং করেন। তিনি ৩২ বল খেলে ২২ রান করেন। তিনি একটি ওভার-বাউন্ডারি মারেন।

বড় রান পেলেন না বৈভব

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারলেন না ভারতীয় দলের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তিনি মাত্র পাঁচ রান করেন। বিহান মালহোত্রা (Vihaan Malhotra) ১২ রান করেন। বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi) সাত রান করেন। খিলান প্যাটেল (Khilan Patel) ছয় রান করেন। হেনিল প্যাটেল (Henil Patel) ১২ রান করেন। দীপেশ দেবেন্দ্রন (Deepesh Devendran) এক রান করেন।

ভালো বোলিং আবদুল সুভানের

পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো বোলিং করেন আবদুল সুভান। এই তরুণ ৯.১ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে তিন উইকেট নেন। মহম্মদ সায়েম (Mohammad Sayyam) ৯ ওভার বোলিং করে ৬৭ রান দিয়ে তিন উইকেট নেন। নয় ওভার বোলিং করে এক মেডেন-সহ ৩৮ রান দিয়ে জোড়া উইকেট নেন নিকাব শফিক (Niqab Shafiq)। আলি রাজা (Ali Raza) নয় ওভার বোলিং করে এক মেডেন-সহ ৪৩ রান দিয়ে এক উইকেট নেন। আহমেদ হুসেন (Ahmed Hussain) সাত ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে এক উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচ ভারতের।
রবিবার চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি, প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন?
Suryakumar Yadav: শুধু টস করাই অধিনায়কের কাজ নয়! সূর্যকুমারের সমালোচনায় প্রাক্তন তারকা