2026 ICC Men's T20 World Cup: চ্যাম্পিয়ন দল হিসেবে আগামী বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় দল। খেতাব ধরে রাখাই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) লক্ষ্য। তাঁরা এখন থেকেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

DID YOU
KNOW
?
হাইব্রিড পদ্ধতিতে খেলা
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কায়। অধিকাংশ ম্যাচই হবে ভারতে। পাকিস্তানের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়।

India vs Pakistan: ১৫ ফেব্রুয়ারি রবিবার কলম্বোয় (Colombo) ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের (Asia Cup 2025) পর ফের দুই দেশের পুরুষদের সিনিয়র দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) একই গ্রুপে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে। গ্রুপ ১-এ ভারত, পাকিস্তান ছাড়াও আছে নামিবিয়া (Namibia), নেদারল্যান্ডস (Netherlands) ও মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। এই গ্রুপই টুর্নামেন্টে খাতায়-কলমে সবচেয়ে দুর্বল। ফলে ভারতীয় দল সহজেই গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করবে বলে আশায় ক্রিকেট মহল। ভারতে দল পাঠাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। পাকিস্তানের সব ম্যাচই হবে শ্রীলঙ্কার (Sri Lanka) মাটিতে। ভারতীয় দলও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে কলম্বোয় যাবে।

কীভাবে হয়েছে গ্রুপবিন্যাস?

আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার সুবাদে টি-২০ বিশ্বকাপে সহজ গ্রুপে আছে ভারতীয় দল। সাত নম্বরে থাকা পাকিস্তানও সহজ গ্রুপেই আছে। কারণ, এই গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়া কোনও টেস্ট খেলিয়ে দেশ নেই। প্রতি গ্রুপ থেকে দু'টি করে দল সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জন করবে। ফলে ভারতের পাশাপাশি পাকিস্তানও সুপার এইটের যোগ্যতা অর্জন করতে পারে। গ্রুপ টু-ও খুব কঠিন নয়। এই গ্রুপে আছে বাংলাদেশ (Bangladesh), ইতালি (Italy), ইংল্যান্ড (England), নেপাল (Nepal) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। গ্রুপ থ্রি অত্যন্ত কঠিন। এই গ্রুপে আছে অস্ট্রেলিয়া (Australia), আয়ারল্যান্ড (Ireland), ওমান (Oman), শ্রীলঙ্কা (Sri Lanka) ও জিম্বাবোয়ে (Zimbabwe)। টি-২০ র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। অষ্টম স্থানে শ্রীলঙ্কা। জিম্বাবোয়ে ১১ নম্বরে। আয়ারল্যান্ড ১২ নম্বরে। ওমান ২০ নম্বরে। গ্রুপ ফোরও অত্যন্ত কঠিন। এই গ্রুপে আছে আফগানিস্তান (Afghanistan), কানাডা (Canada), নিউজিল্যান্ড (New Zealand), দক্ষিণ আফ্রিকা (South Africa) ও সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। গ্রুপ ফোরই টি-২০ বিশ্বকাপে সবচেয়ে কঠিন বলে মনে হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। এরপর গ্রুপ পর্যায়ে যথাক্রমে নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।