Hong Kong Sixes 2025: পুরুষ ও মহিলাদের বিভিন্ন ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে পরপর জয় পেয়ে চলেছে ভারত। এবার হংকং সিক্সেসেও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারতীয় দল। শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় পেল ভারত।
KNOW
India vs Pakistan: হংকং সিক্সেস ২০২৫-এ (Hong Kong Sixes 2025) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারতীয় দল। শুক্রবার মং কক স্টেডিয়ামে (Mong Kok Stadium) পুল সি-র ম্যাচে ডাকওয়ার্থ-লিউইস নিয়মে (DLS Method) দুই রানে জয় পেল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ছয় ওভারে চার উইকেট হারিয়ে ৮৬ রান করে ভারতীয় দল। এরপর ব্যাটিং করতে নেমে তিন ওভারে এক উইকেট হারিয়ে ৪১ রান করে পাকিস্তান। এরপর আর বৃষ্টির জন্য খেলা চালানো সম্ভব হয়নি। ফলে জয় পেল ভারতীয় দল। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ওপেনার রবিন উথাপ্পা (Robin Uthappa)। তিনি ১১ বলে ২৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার ভরত চিপলি (Bharath Chipli) ১৩ বলে ২৪ রান করেন। তিনি দু'টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। দীনেশ কার্তিক (Dinesh Karthik) ছয় বল খেলে ১৭ রান করে অপরাজিত থাকেন। তিনি দু'টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন।
কীভাবে জয় পেল ভারত?
পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে এক রান নেওয়ার সুযোগ ছিল। কিন্তু খাজা নাফায় (Khawaja Nafay) ও আবদুল সামাদ (Abdul Samad) রান নিতে রাজি হননি। দ্বিতীয় ওভারের চতুর্থ বল থেকে তৃতীয় ওভারের প্রথম বল পর্যন্ত পরপর চার বলে রান করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। এর ফলেই জয় পেল ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ জিতে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট পেল ভারত। একইসঙ্গে উথাপ্পাদের আত্মবিশ্বাসও বেড়ে গেল।
স্টুয়ার্ট বিনির উইকেট
পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলের হয়ে একমাত্র উইকেট নেন স্টুয়ার্ট বিনি (Stuart Binny)। তিনি এক ওভার বোলিং করে সাত রান দিয়ে মাজ সাদাকাতের (Maaz Sadaqat) উইকেট নেন। বিনির ওভারই ম্যাচের ফল নির্ধারণ করে দিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


