সিএবি প্রশাসনে অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়া, নটরঙ্গে এবার কি ক্রিকেট?

ক্রিকেটের সঙ্গে গ্ল্যামার জগতের যোগাযোগ নতুন কিছু নয়। বিশেষ করে আইপিএল চালু হওয়ার পর থেকে ক্রিকেট ও বিনোদন মিলেমিশে গিয়েছে।

বাংলার ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া। তিনি বেশ জনপ্রিয়। অভিনয় ছাড়াও সঞ্চালক হিসেবেও তাঁর খ্যাতি আছে। সেই জুনই এবার সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন। পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিনিধি হিসেবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কমিটিতে জায়গা পেলেন জুন। সিএবি-র বার্ষিক সাধারণ সভার পরেই বিভিন্ন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। জুন এই নতুন দায়িত্ব নেওয়ার বিষয়ে জানিয়েছেন, “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের প্রতিনিধি হিসেবে আমি সিএবি-র কমিটিতে মনোনীত হয়েছি। ক্রিকেট প্রশাসন আমার কাছে নতুন কিছু নয়। আমি কলকাতার মেয়ে। ফলে স্থানীয় ক্রিকেটের খবর রাখি। এখানে ক্রিকেটে কী হচ্ছে সবই জানি। সৌরভ গঙ্গোপাধ্যায়, স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে আগেই আলাপ ছিল। বাকি কর্মকর্তাদের সঙ্গেও আলাপ হল।” টালিগঞ্জের অভিনেত্রীদের মধ্যে জুনই প্রথম, যিনি সরাসরি ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত হলেন। তাঁর আগমনে সিএবি-তে এবার গ্ল্যামারের ছোঁয়া লাগল।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ দিয়েছেন জুন। তিনি মেদিনীপুরের বিধায়ক। সেই কারণেই মেদিনীপুর জেলা থেকে সিএবি-তে প্রতিনিধি হলেন তিনি। যে জেলার বিধায়ক, সেখানকার ক্রিকেটের উন্নতি করাই তাঁর লক্ষ্যে বলে জানিয়ছেন জুন। তিনি জঙ্গলমহল থেকে মহিলা ক্রিকেটার তুলে আনতে চান। জঙ্গলমহলের মেয়েদের খেলার সুযোগ দিতে চান এই অভিনেত্রী-বিধায়ক।

Latest Videos

সিএবি-র নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভের দাদা স্নেহাশিস। নতুন সচিব হয়েছেন নরেশ ওঝা। যুগ্মসচিব হয়েছেন দেবব্রত দাস। সিএবি-র নতুন সহ সভাপতি অমলেন্দু দাস। নতুন কোষাধ্যক্ষ হয়েছেন প্রবীর চক্রবর্তী। সিএবি অ্যাপেক্স কাউন্সিলে আছেন মিন্টু দাস, মহাদেব চক্রবর্তী, দীপক কুমার সিং, মহেশ কুমার টেকরিওয়াল, নীরজ কুমার কাজারিয়া, সৃঞ্জয় বসু, কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, আলিফ পারভেজ, অর্ধেন্দু কুমার ঘোষ ও ড. সুদর্শন বিশ্বাস।

২০২০ সালে সিএবি সচিব হন স্নেহাশিস। সেই সময় সভাপতি ছিলেন অভিষেক ডালমিয়া। এবার অবশ্য কোনও পদেই নেই অভিষেক। স্নেহাশিস জানিয়েছেন, তিনি পুরুষ ও মহিলা ক্রিকেটের উন্নতিতে নজর দিতে চান। সিএবি-র সব সদস্য, কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড়দের সঙ্গে নিয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন নতুন সভাপতি। তিনি নিজে বাংলার হয়ে বহুদিন খেলেছেন। ফলে ক্রিকেটারদের কী সমস্যা হয় সেটা তিনি ভালভাবেই জানেন। সেই সমস্যা দূর করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন স্নেহাশিস। বাংলার ক্রিকেটের উন্নতির জন্য তিনি সবার সহযোগিতা চাইছেন।

আরও পড়ুন-

টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান, জিতেও বিদায়ের পথে শ্রীলঙ্কা

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে থাকবেন যুজবেন্দ্র চাহাল? নজর রাহুলের দিকে

এই ঘটনা কারও পক্ষেই স্বস্তিজনক নয়, বিরাটের ঘরের গোপনীয়তা ভঙ্গ নিয়ে মন্তব্য দ্রাবিড়ের

Share this article
click me!

Latest Videos

নেশার টাকা না দেওয়ায় এইরকম পরিণতি! দেখলে আঁতকে উঠবেন, আতঙ্কে Habra | North 24 Parganas News
'এগিয়ে বাংলা, বাংলায় শিক্ষা-কর্মসংস্থান বাদে সব পাওয়া যাবে' পাসপোর্ট দুর্নীতিতে সরব নওশাদ সিদ্দিকী
মধ্যরাতে বিধ্বংসী আগুন Basirhat-এ! লক্ষাধিক টাকার ক্ষতি, ব্যবসায়ীর দিশাহারা অবস্থা, দেখুন
পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে কীভাবে জিতেছে তৃণমূল? দেখুন কী বলছেন Suvendu Adhikari
'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব? Deepak Adhikari