টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান, জিতেও বিদায়ের পথে শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপের আপাত গুরুত্বহীন ম্যাচে আফগানিস্তানকে সহজেই হারিয়ে দিল শ্রীলঙ্কা। তবে এই ম্যাচ জিতেও শ্রীলঙ্কার বিশেষ সুবিধা হল না।

মঙ্গলবার ব্রিসবেনের গাব্বায় টি-২০ বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা। এই হারের ফলে সরকারিভাবে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল আফগানরা। ৪ ম্যাচ খেলে রশিদ খান, মুজিব উর-রহমানদের পয়েন্ট মাত্র ২। আফগানরাই গ্রুপে সবার শেষে আছে। আয়ারল্যান্ড ৪ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে। আইরিশরাও বিদায় নেওয়ার পথে। তাদেরও সেমি ফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই। শ্রীলঙ্কা এদিন আফগানিস্তানকে হারালেও, তাদেরও শেষ চারে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই। ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে আছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এদিন নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিউজিল্যান্ড যদি এই ম্যাচ জিতে যায়, তাহলে ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে সেমি ফাইনালে চলে যাবে। তবে ইংল্যান্ড যদি এদিন জিতে যায়, তাহলে অস্ট্রেলিয়া চাপে পড়ে যাবে। কারণ, সেক্ষেত্রে নেট রান রেটে পিছিয়ে থাকা অজিদের টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা থাকবে।

এদিন, টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। খুব একটা খারাপ রান করেনি আফগানরা। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ২৮ রান। অপর ওপেনার উসমান গনি করেন ২৭ রান। ৪ নম্বরে ব্যাটিং করতে নামা ইব্রাহিম জর্দান করেন ২২ রান। নাজিবুল্লাহ জর্দান করেন ১৮ রান। গুলাবদিন নইব করেন ১২ রান। নবি করেন ১৩ রান। রশিদ খান করেন ৯ রান। আজমাতুল্লাহ ওমরজাই ৩ রানে অপরাজিত থাকেন। মুজিব ১ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন লাহিড়ু কুমারা। একটি করে উইকেট নেন ধনঞ্জয় ডি সিলভা ও কাসুন রঞ্জিতা।

Latest Videos

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। ওপেনার পথুম নিশাঙ্ক করেন ১০ রান। অপর ওপেনার কুশল মেন্ডিস করেন ২৫ রান। ৩ নম্বরে নামা ধনঞ্জয় ৬৬ রান করে অপরাজিত থাকেন। চরিত আসালাঙ্কা ১৯ রান করেন। ভানুকা রাজাপক্ষ ১৮ রান করেন। ১৮.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন মুজিব ও রশিদ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
BJP West Bengal Live : নিষিদ্ধ স্যালাইন কাণ্ডের প্রতিবাদে বিজেপির বিরাট প্রতিবাদ কর্মসূচি
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
Rohit Sharma-কে দেখে উল্লাসে মেতে উঠলেন ভক্ত! দেখুন সেই মুহূর্ত #shorts #shortsfeed #shortsfeed