
Rashid Latif: পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (Pakistan Cricket Board) টি-২০ বিশ্বকাপ বয়কট করার বার্তা দিলেন প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তিনি এক ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘যদি ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ না হয়, তাহলেই বিশ্বকাপের ৫০ শতাংশ শেষ হয়ে যাবে। বর্তমানে ক্রিকেটের যে ব্যবস্থা রয়েছে, তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য দুর্দান্ত সুযোগ এসেছে। পাকিস্তানের বলা উচিত, তারা বাংলাদেশের (Bangladesh) পাশে আছে এবং টি-২০ বিশ্বকাপে খেলতে অস্বীকার করছে। এখন অবস্থান নেওয়ার সময় এসেছে। সেটা করার জন্য শক্তিশালী হৃদয় দরকার।’ কয়েকদিন আগেই পিসিবি ইঙ্গিত দিয়েছিল, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারা টি-২০ বিশ্বকাপ বয়কট করবে। কিন্তু তারপরেই তারা পিছু হটেছে। তবে এবার পাকিস্তানের ক্রিকেট মহলে টি-২০ বিশ্বকাপ বয়কটের দাবি উঠছে। ফলে পিসিবি-র উপর চাপ বাড়ছে।
টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে না আসার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, তাকে সমর্থন করেছেন লতিফ। তাঁর দাবি, আইসিসি (ICC) বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা ভুল। ভবিষ্যতে এর খেসারত দিতে হলেও এখন বাংলাদেশের পাশে থাকা উচিত পাকিস্তানের। এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটারের কথায়, ‘ট্রাম্প কার্ড এখনও পাকিস্তানের হাতে। বাংলাদেশের অবস্থান ঠিক। পাকিস্তান এর চেয়ে ভালো সুযোগ পাবে না। পাকিস্তানের না খেলা বিশ্বকাপ থেমে যাওয়ার মতোই হবে। পাকিস্তানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পাকিস্তান ভবিষ্য়তে সমস্যায় পড়তে পারে। পাকিস্তান যদি আইসিসি ইভেন্টে খেলতে অস্বীকার করে, তাহলে নির্বাসিত হতে পারে। কিন্তু শুধু কথায় কিছু হবে না। কাদের সমর্থন করছে, সেটা এবার দেখানোর সময় এসেছে।’
বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আইসিসি ভারত থেকে ম্যাচ না সরানোয় তারা টি-২০ বিশ্বকাপে দল পাঠাবে না। এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে (Scotland) টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হতে পারে। পাকিস্তান যদি সত্যিই বাংলাদেশের মতো সরে যায়, তাহলে তাদের পরিবর্তে অন্য কোনও দলকে সুযোগ দেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।