এবার বিরাটকে ছুঁয়ে ফেললেন গুরবাজ, প্রোটিয়াদের হারিয়ে রেকর্ড গড়ে ফেললেন এই আফগান ক্রিকেটার

ইতিহাসে নাম তুলে ফেললেন আফগান ক্রিকেট তারকা রহমানুল্লাহ গুরবাজ় (Rahmanullah Gurbaz)। কার্যত, আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ হল শুক্রবার রাতে।

ইতিহাসে নাম তুলে ফেললেন আফগান ক্রিকেট তারকা রহমানুল্লাহ গুরবাজ় (Rahmanullah Gurbaz)। কার্যত, আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ হল শুক্রবার রাতে।

একদিনের সিরিজ়ে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) পরাজিত করল তারা। এমনকি, দ্বিতীয় ম্যাচেও হারিয়ে দিয়েছে তারা। আর শতরান করেই বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে একই আসনে বসে পড়লেন রহমানুল্লাহ গুরবাজ। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান (Afghanistan)।

Latest Videos

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। রানের পাহাড় গড়ে আফগানরা। চার উইকেটের বিনিময়ে, ৩১১ রান তোলে আফগানিস্তান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, গুরবাজ় এবং রিয়াজ হাসান প্রথম উইকেটে ৮৮ রানের একটি জুটি গড়েন।

পরেরদিকে অবশ্য গুরবাজ় সঙ্গী হিসেবে সঙ্গে পান রহমত শাহকে। আর এবার মহম্মদ শাহজাদকে টপকে আফগানিস্তানের ক্রিকেটার হিসেবে একদিনের ফরম্যাটে সবচেয়ে বেশি শতরান করে ফেললেন গুরবাজ। সেইসঙ্গে, আরও একটি নজির গড়ে ফেলেছেন তিনি। মাত্র ২৩ বছর বয়স ছোঁয়ার আগেই একদিনের ফরম্যাটে শতরানের নিরিখে বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলেছেন তিনি।

কারণ, ২৩ বছরের আগে শতরানের নিরিখে সবচেয়ে বেশি শতরান রয়েছে সচিন তেন্ডুলকর এবং কুইন্টন ডি ককের। দুজনেরই আটটি করে শতরান রয়েছে। আর বিরাট কোহলির দখলে ছিল সাতটি সেঞ্চুরি। এবার গুরবাজের নামের পাশেও সাতটি শতরান হয়ে গেল।

এদিকে ব্যাট করতে নেমে, রশিদ খানের ঘূর্ণিতে মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। রশিদ মোট ৯ ওভার বল করে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন। সবমিলিয়ে, আফগান ক্রিকেটে যেন সুখের সময় চলছে। একদিকে সিরিজে এগিয়ে যাওয়া এবং অপরদিকে গুরবাজের রেকর্ড গড়ে ফেলা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury