ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন রোহিত শর্মা। ক্রিকেটের সব ফর্ম্যাটেই তিনি ধারাবাহিকভাবে রান করে চলেছেন।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বয়সে এক বছরের মধ্যে ১,০০০ রান করার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন রোহিত। তিনি এবারের টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন। চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসেই অল্প রানে আউট হয়ে গিয়েছেন ভারতের অধিনায়ক। তবে পরের ম্যাচেই বড় স্কোরের লক্ষ্যে এই তারকা। এ বছর এখনও পর্যন্ত ২৭ ইনিংসে ১,০০১ রান করেছেন রোহিত। তাঁর রানের গড় ৪১.৭০। এ বছর এখনও পর্যন্ত ৩টি শতরান এবং ৬টি অর্ধশতরান করেছেন ভারতের অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের পর আরও কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। ফলে রান বাড়াতে পারবেন এই তারকা ব্যাটার।
ঐতিহাসিক সাফল্য রোহিতের
এ বছরের শুরুতে কেপ টাউন টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৬ রান করে অপরাজিত থাকেন রোহিত। তাঁর নেতৃত্বে প্রথমবার কেপ টাউনে টেস্ট ম্যাচ জেতে ভারতীয় দল। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টি-২০ ম্যাচে রান করার আগেই আউট হয়ে গেলেও, তৃতীয় টি-২০ ম্যাচে ৬৯ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক। তিনি টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান করেন। এই টুর্নামেন্টে ৮ ইনিংসে ৩৬.৭১ গড়ে ২৫৭ রান করেন রোহিত। তিনি তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন।
টেস্টে বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে রোহিত
রোহিতের নেতৃত্বে ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জিতেছে। এবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার লক্ষ্যে এই তারকা। তিনি নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টেস্ট ক্রিকেটে গাভাসকরের ৫১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন, নতুন নজির যশস্বীর
প্রাত্যহিক জীবনে প্রভাব ফেলেছিল ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, দাবি ঊর্বশী রাউতেলার
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ত্রিশতরান করেছেন এই ব্যাটাররা, দেখে নিন তালিকায় কারা আছেন