চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ! ভাইরাল ভিডিও

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। 

বিপক্ষ দলের বোলার ও অধিনায়ক কেমন ফিল্ডিং সাজাচ্ছেন, সেদিকে ব্যাটারদের নজর থাকে। কিন্তু শনিবার চেন্নাই টেস্ট ম্যাচের তৃতীয় দিন ব্যাটিং করার সময় বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ঋষভ পন্থ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। স্টাম্প মাইকে ঋষভকে বলতে শোনা গিয়েছে, 'এখানে একজন ফিল্ডার দরকার।' এ কথা বলে আঙুল দিয়ে মিড-উইকেটের দিকে দেখান ঋষভ। তাঁর এই পরামর্শ শুনে সেই অনুযায়ী কাজ করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মিড-উইকেটে একজন ফিল্ডারকে রাখেন। ক্রিকেটপ্রেমীদের নজরে পড়েছে এই ঘটনা। অনেকেই ঋষভের আচরণ দেখে হাসাহাসি করছেন।

চেন্নাই টেস্টে অসাধারণ ব্যাটিং ঋষভের

Latest Videos

আড়াই বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেট খেলতে নেমেই দুর্দান্ত ব্যাটিং করলেন ঋষভ। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি ১৩টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। দ্বিতীয় দিনের শেষে ১২ রান করে অপরাজিত ছিলেন ঋষভ। তৃতীয় দিনের শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেন তিনি। শুবমান গিলের সঙ্গে অসাধারণ পার্টনারশিপ গড়ে তোলেন ঋষভ।

 

 

চেন্নাই টেস্ট জয়ের পথে ভারত

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ৬৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর শুবমানের সঙ্গে ব্যাটিং শুরু করেন ঋষভ। এই জুটিতে যোগ হয় ১৬৭ রান। শুবমান ১১৯ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ১৫৮ রান করেছে। জয় পেতে গেলে এখনও ৩৫৭ রান করতে হবে বাংলাদেশকে। যা অত্যন্ত কঠিন। ফলে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বয়স্কতম ভারতীয় অধিনায়ক হিসেবে এই রেকর্ড গড়লেন, নতুন উচ্চতায় রোহিত শর্মা

টেস্ট ক্রিকেটে গাভাসকরের ৫১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন, নতুন নজির যশস্বীর

ধোনি-যুবি বন্ধুত্ব ভেঙে যাওয়ার কারণ কী? কে তাঁদের কানে বিষ ঢেলেছিল?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today