একদিনের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, অধরা কোন সেই কীর্তি গড়লেন রাশিদ খান?

শুক্রবার ছিল রাশিদ খানের ২৬ তম জন্মদিন।

একদিনের ক্রিকেটের ইতিহাসে জন্মদিনে পাঁচ উইকেট শিকার করা প্রথম বোলার হিসেবে বিরল কীর্তি গড়লেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। শুক্রবার শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে রাশিদ এই বিরল কীর্তি গড়েন। মাত্র ১৯ রানের বিনিময়ে রশিদ দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেট দখল করেন।

শুক্রবার, ছিল রশিদ খানের ২৬ তম জন্মদিন। জন্মদিনে এর আগে একজন বোলারের সেরা পারফরম্যান্স ছিল দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডারের। গত ২০০৭ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ রানের বিনিময়ে চার উইকেট নিয়েছিলেন ফিল্যান্ডার। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডও জন্মদিনে ৪৪ রানের বিনিময়ে চার উইকেট নিয়েছিলেন।

Latest Videos

রশিদের অসাধারণ বোলিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানে গুটিয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় আফগানিস্তান। প্রথম একদিনের ম্যাচে ছয় উইকেটে জিতেছিল আফগানিস্তান। গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরির সুবাদে ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে দক্ষিণ আফ্রিকা ৩৪.২ ওভারে ১৩৪ রানে অলআউট হয়। পাঁচ উইকেট শিকার করা রাশিদ খান এবং চার উইকেট শিকার করা নঙ্গিয়ালি খারোটের বোলিং তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। জয়ের সাথে সাথে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি রবিবার অনুষ্ঠিত হবে।

আর তার আগেই একদিনের ক্রিকেটের ইতিহাসে জন্মদিনে পাঁচ উইকেট শিকার করা প্রথম বোলার হিসেবে বিরল কীর্তি গড়লেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। শুক্রবার শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে রাশিদ এই বিরল কীর্তিটি গড়েন। মাত্র ১৯ রানের বিনিময়ে রশিদ দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেট দখল করেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?