দাপট দেখাচ্ছে অজিরা, ইংল্যান্ডকে দুরমুশ করে দিয়ে দ্বিতীয় একদিনের ম্যাচেও জয় অস্ট্রেলিয়ার

ফের একবার নিজেদের জাত চেনাল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় অজিদের। 

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতেও জয় পেল অস্ট্রেলিয়া। লিডসে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৪.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি (৭৪) এবং মিচেল মার্শ (৬০) ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে। জবাবে ৪০.২ ওভারে ২০২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ৬৮ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ৪৯ রান করা জেমি স্মিথ ছিলেন ইংল্যান্ডের শীর্ষ স্কোরার। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক তিন উইকেট নেন। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের উইকেট পতন ঘটে নিয়মিত বিরতিতে। ফিলিপ সল্টের (১২) উইকেটটি প্রথমে হারায় ইংল্যান্ড। এরপর উইল জ্যাকস (০), হ্যারি ব্রুক (৪) দ্রুতই ফিরে যান। কিছুটা ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেন বেন ডাকেট (৩২)। তবে অ্যারন হার্ডি নিজের বলে ডাকেটকে ফিরিয়ে দেন। এরপর আসা লিয়াম লিভিংস্টোনকে (১) প্রথম বলেই ফিরিয়ে দেন হার্ডি। এর ফলে ৫ উইকেটে ৬৫ রানে চাপে পড়ে যায় ইংল্যান্ড।

Latest Videos

এরপর স্মিথ এবং জ্যাকব বেথেল (২৫) জুটি কিছুটা লড়াই করেন। দুজনে ৫৫ রান যোগ করেন। তবে বেথেলকে (২৫) ফিরিয়ে গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দেন। এরপর ব্রাইডন কার্সের (২৬) সাথে বেথেল আরেকটি ছোট জুটি গড়েন। দুজনে ৩৯ রান যোগ করেন। তবে বেথেল, জোশ হ্যাজেলউডের বলে আউট হন। এরপর আদিল রশিদ (২৭) কিছুটা হাল ধরার করার চেষ্টা করলেও তা জয় এনে দেয়নি। কার্সে-আদিল জুটি ভাঙার পর অলি স্টোনসও ফিরে যান। ম্যাথিউ পোটস (৭) অপরাজিত থাকেন।

এর আগে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। প্রথম উইকেটে ট্রাভিস হেড (২৯) এবং ম্যাথিউ শর্ট (২৯) ৪৬ রান যোগ করেন। তবে হেডকে ফিরিয়ে দেন কার্সে। স্কোরবোর্ডে ৬৪ রান থাকতে শর্টকে ফিরিয়ে দেন পোটস। স্টিভ স্মিথ (৪) পোটসের বলে বোল্ড হন। মারনাস লাবুশেন (১৯)ও ব্যর্থ হন। এর ফলে ৪ উইকেটে ১৪৫ রানে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ২৭তম ওভারে মার্শও ফিরে যান। ৩টি ছক্কা এবং ৬টি চারে সাজানো ছিল অস্ট্রেলিয়ার অধিনায়কের ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েল (৭) ব্যর্থ হন। এরপর ক্যারি এবং অ্যারন হার্ডি (২৩) একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই করেন। ৩টি চার এবং ৮টি ছক্কায় সাজানো ছিল হার্ডির ইনিংস। মিচেল স্টার্ক (০), অ্যাডাম জাম্পা (৩) দ্রুতই ফিরে যান। জোশ হ্যাজেলউড (৪) অপরাজিত থাকেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla
PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla