আদৌ কি পাকিস্তানে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)? উল্লেখ্য, আগেই আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কারণ, পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে সবুজ সঙ্কেত পাননি রোহিত শর্মারা।
আদৌ কি পাকিস্তানে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)? উল্লেখ্য, আগেই আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কারণ, পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে সবুজ সঙ্কেত পাননি রোহিত শর্মারা।
আর এবার পাকিস্তানের তিনটি মাঠ নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ফলে, চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করতে গিয়ে আরও সমস্যায় পড়েতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে পাকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল আইসিসি। একটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের মাঠ নিয়ে একদমই সন্তুষ্ট নয় আইসিসি (ICC)।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেই দেশের মাঠগুলি সংস্কারের কাজ চলছে। সেই সংস্কারের কাজ কবে শেষ হবে, তা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
সেই রিপোর্টে জানানো হয়েছে যে, মাঠ সংস্কারের কাজ আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আইসিসি (ICC)। তা না করতে পারলে, সমস্যায় পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। তবে সেই দেশের বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, আইসিসির দেওয়া সময়ের আগেই মাঠ খেলার উপযুক্ত করে তুলবেন তারা।
পাকিস্তানের মোট তিনটি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচগুলি হওয়ার কথা। সেগুলি হল লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি। পাকিস্তান প্রস্তাব দিয়েছে, ভারত তাদের সব ম্যাচ লাহোরে খেলবে। সেখানেই হবে ফাইনাল। অবশ্য ভারত এখনও খেলতে যাবে কি যাবে না, তা নিয়ে কোনও ঘোষণাই করেনি।
উল্লেখ্য, গত বছর এশিয়া কাপও হওয়ার কথা ছিল পাকিস্তানে। ভারতের আপত্তিতে সেই প্রতিযোগিতাও পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়। ভারত সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলে। যদিও পাকিস্তানের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের দেশেই হবে। এখন দেখার বিষয়, আইসিসি এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।